#রিভলিউশন !
( #মহিন )
রিভলিউশন !
আদ্যপান্ত চেটে খাওয়া এক গল্পের মতো সুন্দর , আমরা বোকারা বলি , বিপ্লব !
রিভলিউশন !
একদল মেহনতি মানুষ , হাঁটতে হাঁটতে মিছিল করে ,
এক প্রদেশ থেকে আর এক প্রদেশ ,
ফাটা পায়ে গোনা যায় , দেশের প্রতিটি …
#রিভলিউশন !
( #মহিন )
রিভলিউশন !
আদ্যপান্ত চেটে খাওয়া এক গল্পের মতো সুন্দর , আমরা বোকারা বলি , বিপ্লব !
রিভলিউশন !
একদল মেহনতি মানুষ , হাঁটতে হাঁটতে মিছিল করে ,
এক প্রদেশ থেকে আর এক প্রদেশ ,
ফাটা পায়ে গোনা যায় , দেশের প্রতিটি অঙ্গরাজ্য,
রাজপথ বদলে হয় ডেথ স্ট্রিট ,
হাসতে হাসতে আমরাও তাদের কে বলি পরিযায়ীর দল !
রিভলিউশন !
সন্ধ্যের পর , মিছিলমুখো , খাদ্য বস্ত্রের চাহিদা ,
সস্তায় গোলামী ! ঝান্ডায় মোছা হয় সমাজতন্ত্রের রঙ ,
পাড়ার মোড়ে কংকালসার কিছু উলঙ্গ শিশুর দল,
কখনো বাসর রাত , ঠিকানা কুকুরের বিছানায় !
রিভলিউশন !
ঘুমহীন স্বপ্নে , আকাশে ভেসে বেড়ায় ভাতের গন্ধ,
ফুটপাতে টাঙানো ছেঁড়া মশারি ,
পোস্টারে ছেয়ে যায় কিছু অভুক্তের রক্ত ,
রিভলিউশন !
খিদের পেটে , বিরোধী মিছিলে শোনা যায় মুক্তির স্লোগান ,
দেওয়াল জুড়ে লাল কালিতে , লেখা হয় স্তব্দ ইতিহাস,
ব্রিজের নীচে , রক্তের নদীতে , গোনা হয় হাজারো মানুষের লাশ ,
রিভলিউশন !
তাইতো এখনো ঘোষনা হয়নি ,
শাষকের কালো হাত ভেঙে দাও , গুঁড়িয়ে দাও ,
রিভলিউশন হয়তো আসছে !