#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৩
#বিভাগ_কবিতা
#শিরোনাম_বৃষ্টিবিলাস
#কলমে_আয়ুষ্মান_মজুমদার
#তারিখ_০১_০৭_২০
পাড়াতে নবীন এক সানাইসুর
বৃষ্টি বড়ো বেশি স্মৃতিমেদুর
ঝাপসা ট্র্যাফিকের বৃষ্টিচোখ...
শহরে সুললিত মায়ার জল
সহসা…
#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৩
#বিভাগ_কবিতা
#শিরোনাম_বৃষ্টিবিলাস
#কলমে_আয়ুষ্মান_মজুমদার
#তারিখ_০১_০৭_২০
পাড়াতে নবীন এক সানাইসুর
বৃষ্টি বড়ো বেশি স্মৃতিমেদুর
ঝাপসা ট্র্যাফিকের বৃষ্টিচোখ...
শহরে সুললিত মায়ার জল
সহসা নেমে আসে মেঘের ঢল
কারুর মনে মনে ফিরতি শোক।
পকেটে ফুটে ওঠে পয়সাছাপ
বাতাসে মুঠো মুঠো মনখারাপ
কুড়িয়ে নিল কারা আমগুলো...
অযথা চোখে চোখে তৃপ্তিপাঠ
বৃষ্টি বুকে নিয়ে একলা মাঠ
পুরোনো রিংটোনে খুব ধুলো।
তোমার কানে কানে বর্ষাগান
ঋতুর পায়ে ভিজে আলতাটান
বৃষ্টি মানে নাকি শঙ্খ ঘোষ?
রেডিও কথা বলে অনর্গল,
চোখের কোণে কোণে ভাঙনজল
আজও কি বর্ষাতে শান্ত হোস্?
বৃষ্টি মেঘেদের মুদ্রাদোষ...