Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ - কবিতা
শিরোনাম - প্রিয়তমা তোমাকে
কলমে গৌরাঙ্গ শর্মা
রচনা কাল 12 /7/2019

প্রিয়তমা,
     তোমাকে ছেড়ে ছিলাম বিরহের কোলে
     গড়লাম মাটির প্রতিমা
     বললাম জনে জনে " তুমি  দেবী"
     সহস্র সংক্রান্তি হলো অতিক্রান্ত


বিভাগ - কবিতা
শিরোনাম - প্রিয়তমা তোমাকে
কলমে গৌরাঙ্গ শর্মা
রচনা কাল 12 /7/2019

প্রিয়তমা,
     তোমাকে ছেড়ে ছিলাম বিরহের কোলে
     গড়লাম মাটির প্রতিমা
     বললাম জনে জনে " তুমি  দেবী"
     সহস্র সংক্রান্তি হলো অতিক্রান্ত
     প্রতিমায় হলো না তো প্রাণ প্রতিষ্ঠা
     এখন ভাঙার পালা
     প্রতিমার মাটি .....মাটিকে দেব ফিরায়ে
     যদি তাতে সৃষ্টি  হয় অঙ্কুরিত কিছু প্রাণ
     হয় যদি বিরহের অবসান

প্রিয়তমা,
      তোমাকে দেব উপহার  সেই প্রাণ
      প্রাণ হতে প্রাণে হও তুমি প্রত্যক্ষ
      শুধু আমারে দাও গো ভালবাসিতে ।
      আমাকে দেবতা করে
      আর কতো রাখবে দূরে  ?
      বন্ধু ভেবো ....তবু  ভেবো আমাকে ।