Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

হন্যে হয়ে সারা দিনই
'ছন্দ' খুঁজে গেলাম,
ফেল করলাম প্রতি পদে
শূন্য শুধু পেলাম ।

ভাবনা ছিলো নীল গগনের
মেঘের ভেলায় ভেসে,
পৌঁছে যাবো ছন্দে গড়া
কাব্যে ঘেরা দেশে ।

কোথায় আমার মেঘের ভেলা
কাব্যে মোড়া দেশ !
পাইনা খুঁজে গগন পটে
তা…


হন্যে হয়ে সারা দিনই
'ছন্দ' খুঁজে গেলাম,
ফেল করলাম প্রতি পদে
শূন্য শুধু পেলাম ।

ভাবনা ছিলো নীল গগনের
মেঘের ভেলায় ভেসে,
পৌঁছে যাবো ছন্দে গড়া
কাব্যে ঘেরা দেশে ।

কোথায় আমার মেঘের ভেলা
কাব্যে মোড়া দেশ !
পাইনা খুঁজে গগন পটে
তাদের কোন রেশ !

নদীর ধারে গেলাম ছুটে
সঙ্গে কলম-খাতা,
বিভোর হলাম তার সুরেতে
তবু সাদা খাতা ।

অাবার তাকাই অাকাশ পানে
বিকেল বেলার শেষে,
দিগন্তের ওই সূর্ষ তখন
অাবির মাখা বেশে ।

ঝাপটে ডানা উড়লো চখা
ফিরবে বুঝি বাসায়,
অপেক্ষাতে চখি বুঝি
তারই ফেরার অাশায়...

ভীষণ বড়ো ভুল করেছি
একলা খুঁজে ছন্দ,
অাসছি সখী তোমার কাছেই
দ্বার করোনা বন্ধ ।

"ছন্দে ফেরা"- প্রতিবিম্ব রায়