দৈনিক প্রতিযোগিতা
বিভাগঃ- গদ্য কবিতা
শিরোনামঃ- কবিতাই জানায় সমবেদনা
✍মনোজ ভৌমিক
তারিখঃ- ২৭।০৭।২০২০
কতবার নীলকণ্ঠ হবে বলো ঐ পৃথিবী ঈশ্বর!
অমরত্বের লোভ তো হেথা চিরায়ত।
দেবতার দেবত্ব যদিও আজ নিষ্প্রভ,
তবুও নির্মূল অসুরের ঔদ্ধত্য মা…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগঃ- গদ্য কবিতা
শিরোনামঃ- কবিতাই জানায় সমবেদনা
✍মনোজ ভৌমিক
তারিখঃ- ২৭।০৭।২০২০
কতবার নীলকণ্ঠ হবে বলো ঐ পৃথিবী ঈশ্বর!
অমরত্বের লোভ তো হেথা চিরায়ত।
দেবতার দেবত্ব যদিও আজ নিষ্প্রভ,
তবুও নির্মূল অসুরের ঔদ্ধত্য মানুষে বিদ্যমান।
"হিংসারূপী" অমৃত কলসের সন্ধানে সমগ্র বিশ্ব উদগ্রীব,
তাই বুঝি চারিদিকে ছড়িয়ে পড়েছে নীল বিষ!!
কিন্তু ঐ নিরীহ পরিযায়ীদের কি হবে ?
এই কঠিন প্রশ্ন বুকে নিয়ে দেবেশ্বর নীরবে পিছু হাঁটছেন...
উনি কি বুঝেছেন,এ বিষ যদি কন্ঠে ধারন করেন ওনাকে বাঁচাবে কে?
সে মা পার্বতী তো আর নেই,যার স্তনামৃত পান করে
নীলকণ্ঠ ঈশ্বর পুনরুজ্জীবিত হতে পারেন।
নিরুপায় বিশ্বেশ্বর গভীর দুঃখে কৈলাস ত্যাগ করেছেন,
কারণ, খানিক দূরে মনুষ্যরূপী অসুরের হিংসামৃত অনুসন্ধানের উন্মাদনা!
তাই বুঝি অধরা সময়কে কবিতাই জানায় সমবেদনা!!