দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সন্মাননা ৩০।
বিষয় -- কবিতা
শিরোনাম -- বাসযোগ্য
✒ কেয়া সরকার গুহ রায়
তাং -- ২৯/০৭/২০২০
সভ্যতার গন্ডি পিরামিড ছুঁই ছুঁই।
ঘাসের ডগায় তবু্ও হলদেটে সংশয়।
খোলা সড়কে মৃতরা ভাতঘুম দিচ্ছে।
সভ্য চোখ জেগে অটুট নি…
দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সন্মাননা ৩০।
বিষয় -- কবিতা
শিরোনাম -- বাসযোগ্য
✒ কেয়া সরকার গুহ রায়
তাং -- ২৯/০৭/২০২০
সভ্যতার গন্ডি পিরামিড ছুঁই ছুঁই।
ঘাসের ডগায় তবু্ও হলদেটে সংশয়।
খোলা সড়কে মৃতরা ভাতঘুম দিচ্ছে।
সভ্য চোখ জেগে অটুট নিদ্রায়।
দেহের গায়ে বাসি রুটির ভগ্নাবশেষ।
ভোরের ইমনে ভ্যান ভ্যানে মাছির কুক্কুরী ও খেউড়।
গ্রহ থেকে গ্রহে আধুনিকতার চিল চিৎকার।
গোগ্রাসী নীতির চেরাপুঞ্জি তে হেঁটে ফেরে রংচঙে সাম্যবাদ।
আই আর ফিফটিন, রত্না ফ্রি চালের অকশন।
ধোপদুরস্ত চাদরে আপাদমস্তক সজ্জিত সারি সারি রোগী শয্যা।
সদ্য যৌবন ছুঁতে যাওয়া প্রভাত কলি, দোরে দোরে ঘুরে মৃত্যু আলিঙ্গনে মৃত্যুঞ্জয়ী।
ভাগ্য পরিহাসের নির্মম কটাক্ষ, ঠাঁই নাই... ঠাঁই নাই।
তবু্ও এ পৃথিবী ই তোমার বাসযোগ্য।