দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-২৬
কলমে-মৌসুমী ভৌমিক
১৯/৭/২০২০
-------------------------------------------------------
মেঘবালিকা
------------------
শ্রাবণ ঘন গহন রাতি,
ঝড়-বৃষ্টি হয়েছে সাথী,
নিশা আজি নীরব নয়,
…
দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-২৬
কলমে-মৌসুমী ভৌমিক
১৯/৭/২০২০
-------------------------------------------------------
মেঘবালিকা
------------------
শ্রাবণ ঘন গহন রাতি,
ঝড়-বৃষ্টি হয়েছে সাথী,
নিশা আজি নীরব নয়,
অবিরাম সে কথা কয়~
হৃদয়-বীণায় লেগেছে হিল্লোল,
মন-কোণে বাজে কল্লোল-রোল।
নাচে-গানে উৎসব মুখরিত,
আজি গগন-প্রাঙ্গণ~
খুশির আনন্দে জেগে উঠলো,
মোর অন্তর-নিভৃত কোণ।
ঝোড়ো হাওয়ার দোল লাগলো,
গাছের পাতায় শাখে-শাখে,
কৃষ্ণ ঘোর কালো মেঘে~
সারা আকাশ দিল ঢেকে।
ঝরনা-ধারা হতে কেবল,
ঝরে জল অবিরল~
মেঘ-বালিকার আঁখি কিসের তরে,
কেন এমনতর করে ছলছল??
মৌসুমী ভৌমিক
==============