. •উচ্চ মাধ্যমিক•
অজয় কুমার দত্ত
বৃষ্টির মতো আজ ঝরে পড়ে নাম্বার
আনন্দে চোখে জল স্ফুর্তিতে দম বার।
এপাড়ার হারু বা ওপাড়ার পটলা
অলিতে গলিতে করে সক্কলে জটলা।।
উচ্চ মাধ্যমিকে বাঁধ ভাঙা বন্যার
মতো নাম্বার…
. •উচ্চ মাধ্যমিক•
অজয় কুমার দত্ত
বৃষ্টির মতো আজ ঝরে পড়ে নাম্বার
আনন্দে চোখে জল স্ফুর্তিতে দম বার।
এপাড়ার হারু বা ওপাড়ার পটলা
অলিতে গলিতে করে সক্কলে জটলা।।
উচ্চ মাধ্যমিকে বাঁধ ভাঙা বন্যার
মতো নাম্বার পেয়ে মুখে হাসি কন্যার।
ফুল মার্কস পাঁচশো তার থেকে এক কম
হাতে পেয়ে চার জন হয়েছে যে প্রথম।।
কম নয় বাকিরাও নয় জন দ্বিতীয়
পনেরটি ছেলেমেয়ে হয়েছে যে তৃতীয়।
চারশত নব্বই যোগ কর আরো আট
এই নাম্বার পেয়ে দ্বিতীয়ের বাজিমাত।।
মোটে এক কম আসে তৃতীয়ের সঙ্গে
বোধহয় অচ্ছে দিন এসে গেছে বঙ্গে।
যেমন তেমন ছেলে নব্বই পার্সেন্ট
পেয়ে বলে-'বেঁচে থাক বাংলার গরমেন্ট'।।
শুধু এক বোকা ছেলে চুপচাপ বসে আছে
মার খায় সে বাড়িতে বাবা ও মা'র কাছে।
স্কুলে স্যারেরাও দিয়েছেন কানমলা
চোখ দিয়ে জল নামে নিয়ে ব্যথা না বলা।
আমি সমব্যথী হয়ে হাত রাখি ওর পিঠে
শতকরা অষ্টাশি লেখা তার মার্কশিটে।।
©অজয়
১৮-৭-২০২০