Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা পর্ব-২০ বিভাগ-কবিতা শিরোনাম- শূন্যতা লুকাই সাবিলা রওশন  তাং-১৩.০৭.২০
কলঙ্ক নাকি এক জীবনের ক্ষয়ে যাওয়ার জন্য যথেষ্ট! আর তা যদি হয় অবিশ্বাসের প্রাচীর!  মান অভিমানের দাঁড়িপাল্লায় মেপে সুতীব্র  আত্মবিশ্বাস পরিমাপ ক…



দৈনিক প্রতিযোগিতা পর্ব-২০
বিভাগ-কবিতা
শিরোনাম- শূন্যতা লুকাই
সাবিলা রওশন 
তাং-১৩.০৭.২০

কলঙ্ক নাকি এক জীবনের ক্ষয়ে যাওয়ার জন্য যথেষ্ট!
আর তা যদি হয় অবিশ্বাসের প্রাচীর! 
মান অভিমানের দাঁড়িপাল্লায় মেপে সুতীব্র  আত্মবিশ্বাস পরিমাপ করা যায় না,
তাই ক্ষরস্রোতের মতো পোড়ে শুধু হৃদয়!
বহমান নীরবতায় কেবল চোখের কোণে জল গড়িয়ে পড়ে।
যেদিন অপবাদের বর্শা ছুঁড়েছিলে,
সেদিনই বুঝতে পেরেছি তুমি আর নেই দু'টো বালিশের মাঝে!
হাতছাড়া উল্টোস্রোতের পথে বাড়িয়েছো হাত!
আজকাল প্রায়ই আকাশের আর তাঁরা গুনতে যাও না,
মন পড়ে থাকে মেসেঞ্জারের আলোতে!
প্রতিটি মুহূর্তে জমে বিষন্নতার কালি! 
প্রণয়ের সাক্ষী রেখে যাও জনম জনম,
আর আমি শূন্যতা লুকাই খোলা প্রান্তের ল্যাম্পপোস্টে বসে।