দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -২০
বিভাগ- কবিতা
-------------
ভেঙে যাচ্ছে স্বপন
জাহাঙ্গীর চৌধুরী
তাং-১৩/৭/২০
-------------------------
বহে সতত নদীর সলিল
ছলছল মুগ্ধ রবে,
ঊর্মি খেলে অর্ণব বক্ষে
আনন্দে যায় উবে।
ভানু হাসে …
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -২০
বিভাগ- কবিতা
-------------
ভেঙে যাচ্ছে স্বপন
জাহাঙ্গীর চৌধুরী
তাং-১৩/৭/২০
-------------------------
বহে সতত নদীর সলিল
ছলছল মুগ্ধ রবে,
ঊর্মি খেলে অর্ণব বক্ষে
আনন্দে যায় উবে।
ভানু হাসে ভোর আকাশে
বিভা করে দিবস,
বিধু দিচ্ছে কোমল কিরণ
নিশি পাচ্ছে হরষ।
বিহগ ওড়ে দলে দলে
অসীম গগন জুড়ে,
দিবানিশি কূজন শুনি
করছে জোড়ে জোড়ে।
প্রকৃতিরও আছে গতি
নিয়মে নয় ব্যর্থ ,
তরুলতায় জাগে পাতা,
ফুলফল জন্মায় নিত্য।
থামলো শুধু মানব জীবন
বিষ করোনার ত্রাসে,
ভেঙে যাচ্ছে বাঁচার স্বপন
অকাল মৃত্যুর গ্রাসে।।