'প্রিয়া তোমাকে' কবিতা সিরিজের নয়, তবু
#প্রিয়াকে_দিলাম
আমার বৃষ্টি চাইনা,
আমার একটা মেঘলা আকাশ চাই,
তার নীচে মেঠো পথ আর দুধারে সবুজ চাই,
সেখানে আমার একটা তুমিও চাই,
কাজলা আকাশে ঘন ঘন মেঘের গর্জন চাই,
তখন তোমার আরও, আরও আম…
'প্রিয়া তোমাকে' কবিতা সিরিজের নয়, তবু
#প্রিয়াকে_দিলাম
আমার বৃষ্টি চাইনা,
আমার একটা মেঘলা আকাশ চাই,
তার নীচে মেঠো পথ আর দুধারে সবুজ চাই,
সেখানে আমার একটা তুমিও চাই,
কাজলা আকাশে ঘন ঘন মেঘের গর্জন চাই,
তখন তোমার আরও, আরও আমার কাছে ঘেঁষে আসা চাই,
তোমার বাড়ি ফেরার তাড়া চাই,
আমার তখন তোমায় না ছাড়ার ইচ্ছে চাই,
তোমার কাঁধে হাত দেওয়াতে তোমার সেই লজ্জা চাই,
তোমার কিছুটা ইচ্ছায়, কিছুটা লজ্জায় আমার প্রথম চুমু চাই,
ইচ্ছে করেই 'কেউ আসছে' ধাক্কায় তোমার আমাকে সরানো চাই,
সেই মুহুর্তকে স্বাক্ষী রেখে তোমার ওপর ছেলেমানুষী অধিকার চাই,
বৃষ্টি হলে এসবই ভেস্তে যাবে,তার চেয়ে বরং,
একটা মেঘলা আকাশ, কিছুটা আড়াল আর একটা 'তুমি' চাই!!!
©papai