Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#প্রাক্তন
#শিমলা

বারো  বছর....
যুগোত্তীর্ণ অনাদায়ী ভালোবাসা,
 বুঝিনি জীবনের ঘোরে শুধু বৃত্তাকার পথ আঁকবো অথচ, মিলতে চাওয়ার সমীকরণে ভিন্নতার আঁকিবুকি।
হয় এমনটা......
হয়েছে......
তারপর কেটে যায়  আবেগী জীবন,
আমার আঁচলের প্রতিটি সুঁ…


#প্রাক্তন
#শিমলা

বারো  বছর....
যুগোত্তীর্ণ অনাদায়ী ভালোবাসা,
 বুঝিনি জীবনের ঘোরে শুধু বৃত্তাকার পথ আঁকবো অথচ, মিলতে চাওয়ার সমীকরণে ভিন্নতার আঁকিবুকি।
হয় এমনটা......
হয়েছে......
তারপর কেটে যায়  আবেগী জীবন,
আমার আঁচলের প্রতিটি সুঁতোর বুনটে ত্যাগী গন্ধের সুঘ্রাণ,
বোঝাপড়া কিংবা শৃঙ্খলিত হতে না পারার বিদ্রোহে আজ আমরা প্রাক্তন।
 ভালোবাসা ভাসায় একথা জানাতে জানাতেই ডুবে গেছে প্রতীজ্ঞার নৌকো,
 অথচ অথৈ জলে ভাসবো বলে কত আয়োজন, বাহারী আলো, নিমন্ত্রিত সমারোহে ভবিষ্যৎ রচনা।
ফুলশয্যার  চমকানো চোখের আলোতে হৃদয়ের অব্যক্ত ব্যাকুলতা, উন্মাদনায় শরীরী স্নান, গন্ধ মাখা আত্মার আবোল তাবোল প্রতিশ্রুতি........
তারপর সময়ের ব্যবধানে নির্মাণের গা থেকে খসে পড়ে পলেস্তার,
তোমাকে ছেড়ে আসার এত বছর পরও মেলাতে পারিনি হিসেব,
 গাঁথুনির  সৌন্দর্য্যে ঠিক কতখানি ইট সুরকি লাগে  সে হিসেব নিতে বহুবার উল্টিয়েছি পুরোনো এ্যালবাম,
 উত্তর পাইনি.....
সমাধানের সমীরকণে নামকরণের জৌলুস  বাড়িয়েছে পরিচয়ের সৌন্দর্য্য,
এখন আমরা প্রাক্তন......
 ধুলায় পড়ে আছে বারো বছর পূর্বের আবেগ আর যুগোত্তীর্ণ ভালোবাসা।
....................................