Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#ভোরের_ভৈরবী       

ছোটবেলায়  মোরা আছি
         ছোট্ট ফুলের তোড়া,
স্বপ্নের  পথ হেঁটেই --
      নাম কিনবো বিশ্বজোড়া

খেলবো মোরা ছুটবো মোরা
                    খোলা মাঠের বুকে,
দস্যিপনায় পাগল হয়ে
          মোরা হাসবো মনের সুখে।

 ব…


#ভোরের_ভৈরবী       

ছোটবেলায়  মোরা আছি
         ছোট্ট ফুলের তোড়া,
স্বপ্নের  পথ হেঁটেই --
      নাম কিনবো বিশ্বজোড়া

খেলবো মোরা ছুটবো মোরা
                    খোলা মাঠের বুকে,
দস্যিপনায় পাগল হয়ে
          মোরা হাসবো মনের সুখে।

 বইয়ের ব্যাগ বড্ড ভারি
         নামিয়ে রাখি ওটা,
মা'গো মুখে মুখে পড়ে
       মোরা, শিখবো এটা-সেটা।

গান টা আমি শিখছি মা'গো
               দোয়েল, ফিঙের থেকে
বল দেখি মা, ওরা এ গান--
           কোথা থেকে শেখে!!

মানুষ যদি হই আমি মা,
             ফুলের মতন হ'বো
নিজেই শুধু ফুটবো না মা,
             সুগন্ধও বিলাবো..।
     
বাতাস থেকে শিখবো মা'গো
              ধৈর্যেরই শিক্ষা
প্রকৃতির থেকে নেবো আমি
         মানুষ হবার দীক্ষা।
         
------------#শ্বেতা_ব্যানার্জী
২০,৭,২০