Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
কবিতা বিভাগ
শিরোনাম-
#কিছু_অব্যক্ত_হৃদয়ের_কথা
কলমে- শৈলেন মন্ডল
২৩.০৭.২০২০

কয়েক যোজন হেঁটে চলার ব্যর্থ প্রয়াসেও তোমার অকৃপন অদৃশ্য হাতছানি।

সম্পর্কের চাদরে জড়িয়ে থাকা অলীক স্বপ্নগুলোও ভাবনায় মিতব্যায়ী হতে…


দৈনিক সেরা কলম সম্মাননা
কবিতা বিভাগ
শিরোনাম-
#কিছু_অব্যক্ত_হৃদয়ের_কথা
কলমে- শৈলেন মন্ডল
২৩.০৭.২০২০

কয়েক যোজন হেঁটে চলার ব্যর্থ প্রয়াসেও তোমার অকৃপন অদৃশ্য হাতছানি।

সম্পর্কের চাদরে জড়িয়ে থাকা অলীক স্বপ্নগুলোও ভাবনায় মিতব্যায়ী হতে চায় রোজ।

পরতে পরতে রাতের প্রহর গুনতে থাকি বেওয়ারিশ রঙিন জলে ডোবানো কিছু রঙীন স্বপ্নের আলমোড়া।

রাতের নিরবতায় খুলে যায় বিকলাঙ্গ অকৃপন আদিম সভ্যতার গল্প বিন্যাস।

ব্যথার অশ্রুজলে হাতড়িয়ে বেড়ায় সুচেতনাময় উচ্ছ্বাসের বাঁধনহারা উল্লাস।

দুটি মনের বিবর্ণ ভালবাসার কর্ষনে উৎসারিত হয় অগ্নিস্ফুলিংগ যা বিদীর্ণ করে অন্তর হতে অন্তরে।

দীর্ঘ দহনের পর প্লাবিত হতে চায় দুটি তনুমন। নবরূপে মনের ঘরে আজন্মকাল স্হিতি চায় কয়েক যোজন পথ হাঁটার গল্প কথা।

মনোবীনার আকাশলীনায় হৃদপদ্ম নতুন সুরের মুর্চ্ছনায় গুমরে ওঠে।

সহস্র কামনার আগুনের শিখায় লেপ্টে থাকে প্রেমিক যুগলের অশান্ত বুক।

রাতের নিরবতায় হাতড়ে বেড়াই ঘুম ঘুম নির্লিপ্ত চোখের কিনারায় হাজার স্বপ্ন সুখের উল্লাস।

সময় স্রোতের বিপরীতে হেঁটে চলা স্মৃতির সরনীর আবেগী মুহুর্তরা আবার পুনারায় জোছনা মাখে অনাবিল আদরে আবদারে।