Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

রোদ উঠেছে আজ সকালে
বৃষ্টি থামার শেষে,
মেঘ গুলি সব যাচ্ছে ভেসে
নেই ঠিকানার দেশে ।

বৃষ্টি ধোয়া গাছের পাতায়
ঝিকমিকিয়ে রবি,
ভূমির উপর ঠিকরে পড়ে
তারই জলছবি ।

কদম ফুলের প্রতি রোঁয়ায়
বিন্দু বিন্দু বারি,
কোন উপমায় রচবো তারে
শব্দ খুঁজে হ…


রোদ উঠেছে আজ সকালে
বৃষ্টি থামার শেষে,
মেঘ গুলি সব যাচ্ছে ভেসে
নেই ঠিকানার দেশে ।

বৃষ্টি ধোয়া গাছের পাতায়
ঝিকমিকিয়ে রবি,
ভূমির উপর ঠিকরে পড়ে
তারই জলছবি ।

কদম ফুলের প্রতি রোঁয়ায়
বিন্দু বিন্দু বারি,
কোন উপমায় রচবো তারে
শব্দ খুঁজে হারি ।

অাধ খানা এক মালা গেঁথে
শামুক খোলার দল,
নামছে তারা বিলের মাঝে
ডাকছে নতুন জল...

নাল-কমলি-পদ্ম কুঁড়ি
সারি গানের টানে,
জুড়বে মাঝি খেয়া অাজি
উজান স্রোতের পানে ।

এমনি করেই বৃষ্টি অাসুক
মন কেমনের ঘরে,
লাগুক সাড়া শুকনো ভূমে
বৃষ্টি নামার পরে ।

"বৃষ্টি থামার শেষে" - প্রতিবিম্ব রায়