Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

ভাই ভালো আছে*
পুলক বেরা (12/07/20)

স্যার আপনি সেলিব্রিটি স্যার, স্যার আপনি স্টার,
আপনার জন্য প্রার্থনা আজ লক্ষ, কোটি, হাজার!
আপনি আছেন নানাবতী,
সুস্থ হবেন দ্রুত অতি,
এই কথাটাই বাজছে সত্যি মনে সবার বারংবার,
আমিও বলছি কিন্তু আমার …

ভাই ভালো আছে*
পুলক বেরা (12/07/20)

স্যার আপনি সেলিব্রিটি স্যার, স্যার আপনি স্টার,
আপনার জন্য প্রার্থনা আজ লক্ষ, কোটি, হাজার!
আপনি আছেন নানাবতী,
সুস্থ হবেন দ্রুত অতি,
এই কথাটাই বাজছে সত্যি মনে সবার বারংবার,
আমিও বলছি কিন্তু আমার মনটা আজকে ভার!

আমার ভাইটা যুবক সবে হয়েছিল শুধু জ্বর,
রক্ত পরীক্ষা করাতে গিয়ে সে কি আটান্তর!
চার চারটে হাসপাতালে,
দেখলো না কেউ কোভিড বলে,
পাঠিয়ে দিলো সেই মেডিক্যালে নেই বেড নেই ঘর,
ওখানে রক্ত পরীক্ষায় বলে মিথ্যে সব খবর!

এবার কোথায় যাবো তাহলে প্রাইভেট নার্সিংহোম?
নিম্ন মধ্যবিত্ত আমরা আছে কি তেমন দম?
জ্বর কমে না বেড়েই চলে,
ওদিকে ভর্তি নেবে না বলে,
নেতিয়ে পড়ে মায়ের কোলে ভাই আমার একদম,
মা অজ্ঞান, বাবা দিশেহারা এগিয়ে আসছে যম!

চারদিন শুধু এভাবেই গেল পরীক্ষা বিভ্রাটে,
কেউ বলে ফল পজিটিভ কেউ নেগেটিভ সপাটে।
স্বাস্থ্য দফতর কিছুই বলে না,
ফল না এলে ভর্তি নেয় না,
ওদিকে ভাইয়ের অবস্থাখানা অচল শ্বাসকষ্টে,
এবার ভর্তি যদিবা নিলো চিকিত্সা পেলো না মোটে!

ঘন্টা কয়েক বাদের খবর ভাইটি মারা গেছে!
কাকে কি বলবো ভাষা হারিয়েছি বলারই বা কি আছে? 
এমন সময় কে খবর দিলো,
নানাবতী নাকি ভর্তি নিলো,
পরীক্ষার ফলও বেরিয়ে গেলো এমনটাই টিভি বলেছে,
ভালো থাকুন স্যার আপনি ভীষণ, ভাই আমারও ভালো আছে!
***