Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -(১৪)
কবিতা-।।উন্নয়নের জোয়ারে।।
         ।।কলমে: নরেশ বৈদ্য।।
--------------------------------------------
শালা, হারামজাদা,আদা ব্যাপারি
আদা বিক্রি কর
কেন নিস জাহাজের সাথে টক্কর?
নে এবার…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -(১৪)
কবিতা-।।উন্নয়নের জোয়ারে।।
         ।।কলমে: নরেশ বৈদ্য।।
--------------------------------------------
শালা, হারামজাদা,আদা ব্যাপারি
আদা বিক্রি কর
কেন নিস জাহাজের সাথে টক্কর?
নে এবার ঠোক্কর খেয়ে মর।

এই উন্নয়ন বাহিনী,যা তো
ওর বাড়ি ঘিরে ফেল
দিনের আলো ফোটার আগেই সারতে হবে এ কাজ
এই নে শাবল-তালা ভেঙে ভাঙচুর কর।

এবার ধর ওকে ধর-
একজনও যেন বাদ না পড়ে
স্ত্রী পুত্র কন্যা-বুড়ো ধুড়ো ছুঁড়ো
সবারই একটু সবক সেখানো দরকার।

সত্যবাদী যুধিষ্ঠি-প্রতিবাদ করা
দেখাচ্ছি মজা,সবাইকে জিপে তোল
এক এক করে লক আপে ভর
মনের সুখে আশ মেটা,আচ্ছা করে দে সাজা।

জন্মের মত ঘুচে যাক,সত্যকে তুলে ধরা
রুটি,কাপড়া,মকান-যতকিছু আছে সব নাও কেড়ে
জালের ফাঁসে আচ্ছা করে লোটকে-
বুঝিয়ে দাও সবাইকে উন্নয়ন কাকে বলে।
-----------------------------------------------
৩/৭/২০২০-অবুঝ মন-