দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব --১৫
---------------------------------------
গদ্য কবিতা -- আগুন বৃষ্টি মনে।
কলমে --শ্যামল ব্যানার্জী
০৩/০৭/২০২০
ধিকিধিকি আগুনের বন ভুমি কখন যে সেঁধিয়ে গেছে হৃদয় পার করে, জ্বালিয়ে দিয়েছে ব…
দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব --১৫
---------------------------------------
গদ্য কবিতা -- আগুন বৃষ্টি মনে।
কলমে --শ্যামল ব্যানার্জী
০৩/০৭/২০২০
ধিকিধিকি আগুনের বন ভুমি কখন যে সেঁধিয়ে গেছে হৃদয় পার করে, জ্বালিয়ে দিয়েছে বুকের পাঁজর,
নীল সুখ পাখি ডানা ঝাপটানো মরেছে অকালে, বৃস্টিহীন মরুদ্দানে, বুঝিনি তখনো।
তবুও কোথাও যেন চোরাবালি ভেজা ক্যাকটাস মনে,
চুইয়ে পরে নির্জন দ্বীপের একাকীত্ব, আচমকা বৃষ্টি নামে,
সব একাকার হয়ে যায়, আমি ভিজে যাই গভীর অন্তস্তলে জন্মকালীন নিস্তব্ধ নিসঙ্গতায়।।
তখন তুমি অর্কিডের মতো বেড়িয়ে আসো কাঁচ ঘর থেকে,
আমার পৃথিবী তখন উদাসীন জ্বালামুখী,
আকাশ ভাঙ্গলে আমার সাত রঙে, শুন্য মনে।
কবিতার বৃষ্টি ধারা হলে তুমি, বাবুই পাখির মতো নরম বুকের ভেতর নিলে টেনে।।
আমায় দিলে যত ভালোবাসা, মরা ক্যানভাসে জল ছবি রঙ, আগুন বৃষ্টি মনে, তোমার জড়ানো হালকা আঁচে, আমি স্নাত হই, হৃদয়ের বোবা বাধ ভাঙ্গা নিস্বরনে।
তাই, আজও খুঁজে যাই, হাজারো ভীড়ের মাঝে, তোমার মুখ, তোমার চোখের তারায় আমার পৃথিবীর শান্তির নীড়।।
আমার পৃথিবী এখন অন্য রকম, নিরন্তর ভালোবাসা ময়,
মনেতে সবুজ পাহাড় রনড্রেনডনে ভরা,
কাঁচা রোদ্দুর জড়ায় পলাশ শিমুলের বনে,
তমাকে খুঁজে পাই মনের ভেতর গ্রহ নক্ষত্র তারায়, আসলে, তুমি আমার প্রেমের দেবী আফ্রোদিতি।।