Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--১৫

বিভাগ--গদ‍্য কবিতা
শিরোনাম--অঙ্কুরোদ্গম
কলমে--শম্পা চট্টোপাধ্যায়
১০/০৭/২০২০

অণু পরমাণুর শব্দেরা অতন্দ্রপ্রহরীর মতো রাত জাগে আমার সাথে।
অভ্রবেলার স্নিগ্ধতা পেরিয়ে গোধূলির আবির মাখা রোদ চলে,
বিবর্ণ স…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--১৫

বিভাগ--গদ‍্য কবিতা
শিরোনাম--অঙ্কুরোদ্গম
কলমে--শম্পা চট্টোপাধ্যায়
১০/০৭/২০২০

অণু পরমাণুর শব্দেরা অতন্দ্রপ্রহরীর মতো রাত জাগে আমার সাথে।
অভ্রবেলার স্নিগ্ধতা পেরিয়ে গোধূলির আবির মাখা রোদ চলে,
বিবর্ণ সময় বিয়োগান্ত অধ‍্যায় জুড়ে।
প্রতিদিন শিল্প তুলিতে অনুভূতি বুনি,
বুনি জীবনের প্রতিটি আগোছালো পাতায় বিষণ্নতা,
শব্দ অক্ষরের গায়ে কবিতায় অবয়ব দিয়ে চলি,
কাগজের ভাঁজে না বলা কথার ছন্দে যতিচিহ্নে।
কাল্পনিক ছায়ায় কবিতার হৃদয় জুড়ে জীবন আঁকে দর্শন।
স্তব্ধ ছবির দেওয়ালে কবিতার মানচিত্রে।
আমি অভিশপ্ত অহল‍্যার মতো
নিয়তির নিষ্ঠুর নিয়মে সমর্পিত হয় প্রতি মূহুর্তে
সময়ের ভাঁজে ভাঁজে বিচ্ছেদের সিঁড়ি বেয়ে।
ঠোঁটের ফাঁকে লুকোচুরি করা কথারা !
বেদনায় নিলচে পর্দার ফাঁকে হামাগুড়ি দেওয়া অনুভূতিরা,
আবারও হাঁটতে শেখে তোমার উষ্ণ আঙুল স্পর্শে।
প্রতিনিয়ত কবিতা তোমার প্রতীক্ষিত স্বরলিপিতে।