সাপ্তাহিক প্রতিযোগিতা (15)
বিভাগ - কবিতা
শিরোনাম - অপেক্ষা
কলমে - গৌরাঙ্গ শর্মা
16/6/2019
জানিস, একটা আপেক্ষিক পথ এঁকেছি
অপেক্ষার বহুমাত্রিক গাঢ় টোনে
আর তার দুধারে রেখেছি হাস্নুহেনার গন্ধ
বাতাসে ছড়িয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো হল…
সাপ্তাহিক প্রতিযোগিতা (15)
বিভাগ - কবিতা
শিরোনাম - অপেক্ষা
কলমে - গৌরাঙ্গ শর্মা
16/6/2019
জানিস, একটা আপেক্ষিক পথ এঁকেছি
অপেক্ষার বহুমাত্রিক গাঢ় টোনে
আর তার দুধারে রেখেছি হাস্নুহেনার গন্ধ
বাতাসে ছড়িয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো হলুদ রোদ
আজ আরেকটা দোলন কাল শেষ হোল
আমার একমাত্রিক হৃৎপিণ্ডের ।
বিশ্বাস কর,
আজও আমি বিশ্বাস করি
তুই একদিন ঠিক ফিরে আসবি
ঐ বহুমাত্রিক পথ ধরে ।