Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

অবিরত বর্ষণএ যখন "রোজ-আনা" জীবন এর ভাত ফোটা বন্ধ | ঠিক তখনই তোমার বাড়িতে বাসমতীর খিচুড়ি আর ইলিশ ভাজার গন্ধ | চোখের জল লুকিয়ে..এক মা যখন ভাঙা দড়মায় ঝোলানো পুঁটলিটা সযত্নে পাড়লো..তার ভেতরে গুপ্তধণের মতোই দু'ভাজ করা দ…


অবিরত বর্ষণএ যখন "রোজ-আনা" জীবন এর ভাত ফোটা বন্ধ | ঠিক তখনই তোমার বাড়িতে বাসমতীর খিচুড়ি আর ইলিশ ভাজার গন্ধ | চোখের জল লুকিয়ে..এক মা যখন ভাঙা দড়মায় ঝোলানো পুঁটলিটা সযত্নে পাড়লো..তার ভেতরে গুপ্তধণের মতোই দু'ভাজ করা দুটো বাসি রুটি..যা সে সন্তানের জন্য রেখেছিল..না খেয়ে নিজে | ঠিক তখনই তুমি তোমার ছেলেকে বলে উঠলে..মাছ গুলো সব খেয়ে উঠবি খোকন..কত ফেলবো..কালকের মাটন..চিংড়ি মালাই..এখনো সব পড়ে আছে ফ্রিজে |
        আর যেদিন..নিঝুম কালো রাতে প্রবল বর্ষণে..নদীর জল ছিনিয়ে নিয়ে গেল এক বাবার সামনে থেকে তার পুত্র কন্যা মাটির বাড়ি সহ গোটা পরিবার|ঠিক সেদিনই.."বর্ষা উৎসব"এর টিকিট তুমি বাড়তি টাকায় পেয়ে গেলে..তোমার স্ত্রী তোমাকে রমণ আদরে নিজের বুকের নরমে টেনে নিল..বিলেত থেকে আনানো দামী সুগন্ধি কন্ডোমের প্যাকেট সেই দিনই আরো একটা খোলা হলো..শ্যাম্পেন আর বিদেশী মিউজিক এর শব্দে আরো একবার চাপা পড়ে গেল..অন্যের  কষ্ট-যন্ত্রণা-হাহাকার ||

তাই~"এ বৃষ্টি আমার নয়"◆ চিরদীপ