Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#কলমে:শুভা গাঙ্গুলি
#শিরনাম: “পুতুলনাচের ইতিকথা”


বিয়ে দিয়ে আনলো ঘরে পুতুল পুতুল বৌ,
বাপের আছে অনেক টাকা, খাবার নেই কেউ
একটা মেয়ে সবই পাবে হিসাব টিসাব কষে ,
বললে আমরা  পুতুলটাকে নেবো মেজেঘষে ,
একটু আধটু তেড়া বেঁকা  চলবে
যদ…


#কলমে:শুভা গাঙ্গুলি
#শিরনাম: “পুতুলনাচের ইতিকথা”


বিয়ে দিয়ে আনলো ঘরে পুতুল পুতুল বৌ,
বাপের আছে অনেক টাকা, খাবার নেই কেউ
একটা মেয়ে সবই পাবে হিসাব টিসাব কষে ,
বললে আমরা  পুতুলটাকে নেবো মেজেঘষে ,
একটু আধটু তেড়া বেঁকা  চলবে
যদি দাও,
‘পয়সাপুটিং ‘‘মাঝে মাঝে লাগিয়ে যদি যাও,

বৌ দেখতে ভীড় বাড়লে ভাবলে  মেয়ে
একি?
চিডিয়াঘরের  জালে আমি বন্ধ হলাম নাকি?
দিন ফুরালো সন্ধ্যা হলো, আঁধার নামলো মাঠের ধারে
শাঁখ  বাজলো, জ্বললো প্রদীপ তুলসিতলার ঘরে
ভাবলো মেয়ে এবার তবে জীবন
সফল হবে
অত্যাচারের মাত্রা রোজই ষোল কলায় বাড়ে,
পুতুল ভাবে আমি ছিলাম বাপের
ঘরে ‘ভার’
এখানেতেও কোথায় আছে, ‘সুস্থ সমাচার’
এমনি করে মাস চলে যায়
বছর ঘুরে আসে
বসতবাড়ীর কোনায়  কোনায়
দীর্ঘশ্বাস ভাসে,
আজও লোকে অবাক চোখে দেখে
দীঘির গায়
তরতাজা এক মিষ্টি পুতুল সাঁতার
কেটে যায়।