দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-১৭
বিভাগ:- পদ্য কবিতা
👣 #বৃষ্টি_ভেজা_স্বপ্ন
পূরব ব্যানার্জী
সকালের সূর্য উঠেছে পূবাকাশে হেসে ,
তমসাচ্ছন্ন বিনিদ্র রাত শেষে !!
সময়ের স্রোতে কেটে যায় কত ঋতু-------
ফি বছর শ্রাবণ স্মৃতি…
দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-১৭
বিভাগ:- পদ্য কবিতা
👣 #বৃষ্টি_ভেজা_স্বপ্ন
পূরব ব্যানার্জী
সকালের সূর্য উঠেছে পূবাকাশে হেসে ,
তমসাচ্ছন্ন বিনিদ্র রাত শেষে !!
সময়ের স্রোতে কেটে যায় কত ঋতু-------
ফি বছর শ্রাবণ স্মৃতি বয়ে নিয়ে আসে ।।
আঁধারের ঘেরাটোপে ফুটেছে যে সদ্য কুঁড়ি,
ভোরের বাতাস তারই সৌরভে মাতোয়ারা।
মৌ গুঞ্জনে আর ভ্রমরের আলাপনে---------
পূর্ণতা পায়, রূপে গুণে দিশেহারা ।।
নীরব কক্ষে বেখেয়ালি আনমনা দুই প্রাণ ,
বাতায়নে কোনো পরিযায়ী পাখির গান !
মলিন ক্যানভাসে সাদা কালো যত ছবি --------
শ্রাবণের ধারায় ফিরে পেতে চায় রঙ ।।
মাঝে মাঝে অপলক চোখাচোখি,
অব্যক্ত কত কথা, তবু ভাবলেশহীন !
পড়ন্ত রোদে সূর্যের ম্লান হাসি --------
একটা দীর্ঘশ্বাসে হয়ে ওঠে বেরঙিন ।।
ব্যস্ত পৃথিবী কোলাহলে ভরপুর -
এরকমই কত অপূর্ণতা সাথে নিয়ে।
শতাব্দীর পর শতাব্দী ফিরে আসে--------
শ্রাবণের ধারায় কত স্বপ্ন যে যায় ধুয়ে ।।
×××××××----------×××××××
Copyright Purab Banerjee