Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

কবিতা
শিরোনাম- এসো ঘুরে দাঁড়াই
কলমে- মিনতি গোস্বামী
তারিখ- ২৯,০৭,২০২০

শবগন্ধী উৎকট বাতাস
রুটির ঘরে ঝুলছে তালা
মানুষ ই মূল ষড়যন্ত্রী
মানুষের বুকেই লাভার জ্বালা।

হাত হয়েছে ঠুঁটো জগন্নাথ
লাফিয়ে বাড়ছে ক্ষুধার সূচক
লালকেল্লায় হ…


কবিতা
শিরোনাম- এসো ঘুরে দাঁড়াই
কলমে- মিনতি গোস্বামী
তারিখ- ২৯,০৭,২০২০

শবগন্ধী উৎকট বাতাস
রুটির ঘরে ঝুলছে তালা
মানুষ ই মূল ষড়যন্ত্রী
মানুষের বুকেই লাভার জ্বালা।

হাত হয়েছে ঠুঁটো জগন্নাথ
লাফিয়ে বাড়ছে ক্ষুধার সূচক
লালকেল্লায় হাসছে বসে
প্রপিতামহ বৃদ্ধ পেচক।

বন্দীজীবনে বসে মানুষ
জপছে শুধু তসবীর মালা
পশুপাখি বেড়ায় সুখে
হাসছে নদী গাছপালা।

লোভ আর হিংসাতে
মানুষের ই হচ্ছে ক্ষতি
পৃথিবী দেখো হাঁটার পথে
বাড়িয়ে নিচ্ছে তার গতি।

দেশের মধ্যে শত্রু বাড়লে
প্রতিবেশীতো কাটবেই সিঁদ
সংকট বাড়লে আতঙ্ক বাড়বে
হারিয়ে যাবে সুখের নিদ।

অতিমারী কাড়ছে জীবন
বিশ্বজুড়ে বাঁচার লড়াই
দোসর হলে নটরাজের প্রলয়
কি করে বলবে চলো পালাই!

মানুষের এই বিপন্নতায়
এসো আবার ঘুরে দাঁড়াই
অহংকারের বর্ম খুলে
ফুলে ফুলে নিখিল সাজাই।

নিভছে যখন জীবনবাতি
উসকে দাও প্রদীপ শিখা
সংযমের বৈদিক মন্ত্রে
একসুরে নাও দীক্ষা।