Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বন্ধু
স্মৃতি দত্ত
৩০/৭/২০

বন্ধু,- তুমি  বন্ধু!
নাকি ছায়া   কায়ায় জোড়া
  সংবাদের অম্ল মধু র খুচরো সংলাপ!
   জিয়ানো থাক  জিয়ানো থাক্ --
 ছলাৎ ছলাৎ জলে- কিছু কিছু
  কচুরিপানা  আর
শেওলা  ভরা অনর্থক উত্তাপ

কিছুই যায়না ফেলা,-
ছাই ফেলত…


বন্ধু
স্মৃতি দত্ত
৩০/৭/২০

বন্ধু,- তুমি  বন্ধু!
নাকি ছায়া   কায়ায় জোড়া
  সংবাদের অম্ল মধু র খুচরো সংলাপ!
   জিয়ানো থাক  জিয়ানো থাক্ --
 ছলাৎ ছলাৎ জলে- কিছু কিছু
  কচুরিপানা  আর
শেওলা  ভরা অনর্থক উত্তাপ

কিছুই যায়না ফেলা,-
ছাই ফেলতে ভাঙা কুলো
 ভর দুপুরে  উড়ছে আমার ইচ্ছের শিমূল তুলো
বন্ধু  নাড়ি কেটে দেখো--
কতোটা জোর আছে রক্ত প্রবাহের
বন্ধু প্রাণ খুলে হাসো-
ড্রপলেট উড়াও , আর ডালিম দানার মতো
ফেটে পড়ো উচ্ছ্বাসে, তরাপরে,--
-
কোলাহলে মিশে , আমার সোনার পাথরবাটি
ভাঙো এক নিঃশ্বাসে
জেগে আছো কি বন্ধু?
মনে রেখো
এভাবেই  মরেছি বেঁচেছি   আমরা জন্ম জন্ম
না বলা কথার তোলপাড়ে।