পারিনি আজও বলতে
চৈতালী দাসমজুমদার
২০/০৭/২০২০
=================
চাঁদের বুকে দাউদাউ করে আগুন জ্বলতে
দেখেছি সেদিন রাতে।
তাই চাঁদকে এত ভালোবেসেও ওকে জড়িয়ে
ধরতে পারিনি।
কাছে গিয়ে বলতে পারিনি চাঁদ , ভালোবাসি তোমায়।
চাঁদের আলোয় …
পারিনি আজও বলতে
চৈতালী দাসমজুমদার
২০/০৭/২০২০
=================
চাঁদের বুকে দাউদাউ করে আগুন জ্বলতে
দেখেছি সেদিন রাতে।
তাই চাঁদকে এত ভালোবেসেও ওকে জড়িয়ে
ধরতে পারিনি।
কাছে গিয়ে বলতে পারিনি চাঁদ , ভালোবাসি তোমায়।
চাঁদের আলোয় আলোকিত হয় এ বিশ্বব্রহ্মাণ্ড!
চাঁদ সবার কাছে প্রিয়.....
মেঘের আড়াল দিয়ে কোন এক দিন চাঁদ চলে এসেছিল জোৎসনা মাখা রাতে আমার এক টুকরো বারান্দায়, শুধু আমাকে দেখার জন্য।
তখনো বুঝিনি ওর জ্বলজ্বলে চোখ দুটো কি বলতে চায়।
তাকে দেখেও না দেখার ভান করে বসে ছিলাম বারান্দার দরজা বন্ধ করে ঘরের ভেতরের একান্তে।
চাঁদ অভিমান করে বসে ছিল ফাঁকা বারান্দায় অনেকক্ষণ প্রায় সারারাত...........................
শুধু আমাকে দেখার আশায়।
ভোর হবার আগেই চলে গিয়েছিল কিছু না বলে।
তখন ভোরের আলোয় চোখ মেলে চাঁদকে খোঁজার চেষ্টা করি।
ওকে নিজের কাছে রাখার চেষ্টা করি ,দিনের আলোয় খুঁজি সারা আকাশটাতে বোকার মত।
দিনের আলোয় চাঁদ হারিয়ে যায় আকাশের কোন এক স্বপ্নাদেশে।
দিন কাটাই আলো-আঁধারি জোৎসনা মাখা আকাশে চাঁদের অপেক্ষায়........।