Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

অপ্রকাশিত পান্ডুলিপি
কথা ছবি কর

খোলা মাঠে দাঁড়িয়ে কবি দুহাত মেলে ধরেছেন
খোলা হৃদয়ে সপ্ত ব্রহ্মান্ডকে আলিঙ্গন করছেন ।
ফুলের উপর একটি ভোমরাকে বসতে দেখেছেন ।
বাড়ি ফিরে কবি প্রেমের কবিতা লিখতে বসেছেন ।
 মহাকাশ ভরে শ্বাশ্বত ভালোবাসার…


অপ্রকাশিত পান্ডুলিপি
কথা ছবি কর

খোলা মাঠে দাঁড়িয়ে কবি দুহাত মেলে ধরেছেন
খোলা হৃদয়ে সপ্ত ব্রহ্মান্ডকে আলিঙ্গন করছেন ।
ফুলের উপর একটি ভোমরাকে বসতে দেখেছেন ।
বাড়ি ফিরে কবি প্রেমের কবিতা লিখতে বসেছেন ।
 মহাকাশ ভরে শ্বাশ্বত ভালোবাসার গল্প লিখছেন ।
কবিরা নাকি সত্যদ্রষ্টা হন , কবি সত্য দেখছেন ।

কোন পত্রিকা , কোন সম্পাদক কবির লেখা ছাপেনি ।
ব্যঙ্গাত্মক হেসে সত্যদ্রষ্টা কবিকে অপমান করতেও ছাড়েনি ।
 ভাবনার উপর ছুরি কাঁচি চালিয়ে তাদের মতন করে ভাবাতে চেয়েছেন ।
বুঝিয়েছেন অশ্লীস শব্দ যৌনতার গন্ধ না থাকলে নাকি প্রেমের কবিতা হয়না ।

নির্বাক , স্থির , সত্যদ্রষ্টা কবি আবার নিজের মতো করেই সত্য লিখেছেন ।
এক চোখে চার্বাক মুনি , অন্য চোখে বালক প্রহ্লাদ কে দেখেছেন ।
কবি গাইলেন ভালোবাসার গান , সত্যের জয়গান ।
কেউ শুনলো না ; তবু কবি গাইলেন শ্বাশত প্রেমের গান ।

কোন চাওয়া নেই , অতৃপ্তি নেই , প্রশংসা , নিন্দার স্পর্শ নেই ।
 আজ কবি ঘুমাবে , পৃথিবীর পরে , যাবে চির শান্তির ঘরে ।
লক্ষ কোটি জ্যোতিষ্ক স্বাগত জানায় সত্যদ্রষ্টা কবিকে ।
কবির অপ্রকাশিত পান্ডুলিপি পরে থাকে কালের স্তূপে
কোন এক সময় হয়তো একটা শিশু খেলার ছলে খুলবে
সেখান থেকে জন্ম নিবে আবার এক সত্যদ্রষ্টা কবি ।
সেও আবার চির শ্বাশ্বত প্রেমের কবিতা লিখবে ---- পরোয়া করবে না তোষামোদ , সংবর্ধনার ।
চির অমর হোক স্রষ্টার শ্বাশ্বত ভালোবাসার কবিতা ।।
                        _______________