#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৫
#বিষয়_কবিতা
#তারিখ_০৪_০৭_২০২০
জীবনের ছন্দ, কবিতার দ্বন্দ্ব
- অমিতাভ মীর
নাপিতের হাতের ওই ধারালো ক্ষুর,
আঁচিল, অর্বুদ, ফোঁড়া নিমেষেই চুর।
ব্যাকরণ বুঝে গেলে সমুহ বিপদ,
ব্রক্ষ্মাস্ত…
#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৫
#বিষয়_কবিতা
#তারিখ_০৪_০৭_২০২০
জীবনের ছন্দ, কবিতার দ্বন্দ্ব
- অমিতাভ মীর
নাপিতের হাতের ওই ধারালো ক্ষুর,
আঁচিল, অর্বুদ, ফোঁড়া নিমেষেই চুর।
ব্যাকরণ বুঝে গেলে সমুহ বিপদ,
ব্রক্ষ্মাস্ত্র বুমেরাং, এ যে নতুন আপদ!
'নিয়ম মেনে চলে সব বস্তুর গতি'-
উন্মাদ বটে সে নিউটন মহামতি!
ভর-গতিসূত্র বৃথা যত আয়োজন,
এ জীবনে এসবে এত কি প্রয়োজন?
'সব কবি কবি নয়, কেউ কেউ কবি',
হিজিবিজি আঁকিবুকি, সেও নয় ছবি!
ছবিতেও থিম চাই - জানে কলাকার,
ইজেলের বুকে টানে বিমূর্ত আকার।
ছন্দ-মাত্রা দিয়ে শুরু কবিতার যাত্রা,
জীবনের ছন্দ আছে, আছে তাল মাত্রা।
কবিতাও রোদে পোড়ে, ভেজে জোছনায়,
কবিতা জাগায়, কাঁদে, কাঁদায়-হাসায়।
শ্রাবণের ধারাপাত রুমঝুম সুর,
তাল-মাত্রা-ছন্দে বাজে বৃষ্টির নুপুর।
রেলগাড়ি ঝমাঝম, ধাতব গর্জন,
সুর-ছন্দ-তাল তুলে বাজে সারাক্ষণ।
কুলুকুলু সুর তুলে বয়ে চলে নদী,
প্রকৃতির ছন্দ খালি চোখে যেত যদি
দেখা, বোঝা যেত সেই নেপথ্য স্পন্দন;
কোন ছন্দ-তাল মেনে করে বিচরণ!
রীতি ভেঙে রীতি গড়া বিপ্লবীর কাজ,
রীতিসিদ্ধ হলে পরে শিরে ওঠে তাজ।
পাগলের হাতে পড়ে কবিতা বেতাল,
কবিতার দ্বন্দ্বে পড়ে কবি বেসামাল।
★★★★★★★
©অমিতাভ মীর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।