Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনামঃ 🤼গণদেবতা🤼
কলম- স্বপন কুমার সরকার।
               (১১.০৭.২০২০)
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

সততা কে দুর্বলতা ভাবছো যারা
       নীরবতা কে বোকামি;
সম্মান দিয়ে মাথা নীচু করে বলে
       রোজ চাইছো সেলামি?

পদপিষ্ট যুগ-যুগান্ত ধরে…


শিরোনামঃ 🤼গণদেবতা🤼
কলম- স্বপন কুমার সরকার।
               (১১.০৭.২০২০)
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

সততা কে দুর্বলতা ভাবছো যারা
       নীরবতা কে বোকামি;
সম্মান দিয়ে মাথা নীচু করে বলে
       রোজ চাইছো সেলামি?

পদপিষ্ট যুগ-যুগান্ত ধরে সাধারণ
        ক্ষুদ্র স্বার্থে হচ্ছে খুন;
খবর হচ্ছে,চাপা পড়ছে নিরন্তর
      জ্বলছে ভেতরের আগুন।

শ্রমিক কৃষক মেহনতি মানুষ ভুখা
     কাঁদা মাখা মুখে উদ্বিগ্ন;
আধিপত্যের লোভে তুমি খলনায়ক
    আছো কোন্ নেশাতেমগ্ন ।

যেই হও তুমি শাসক-শোষক কিংবা
    দলপতি,একাল সেকালের;
আমজনতা ঘুমিয়ে নেই আর এবার
   পেয়েছে গন্ধ পড়ন্ত বিকেলের।

রোজগার হীন মানসিকতা উন্মাদ যে
       ঘরেতে অভাব ভীষণ তর;
বৃথা আস্ফালনে গর্জে ওঠে দম্ভ ফলাবে
     তুমি কি দেবতার চেয়ে বড়ো?

না, তুমি তো দেবতার চেয়ে বড়ো নও,!
       ভারসাম্য রক্ষাই নৈতিকতা;
সব তীর্থের সেরা তীর্থ সমাজ মন্দিরের
       অলৌকিক শক্তি গণদেবতা।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️