Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বৃষ্টি পড়ে ------------- নীলাঞ্জনা ------------- সকাল থেকেই আকাশ মেঘে গোমড়া ছিল, হঠাৎ করে দুন্দুভি তার বাজিয়ে দিল, ঝলক হাওয়া পাকিয়ে বোধহয় উঠল ঝড়ে, সেই মেয়েটার জন্যে কোথাও বৃষ্টি পড়ে। পাঁজার বাসন কঁকিয়ে ওঠে ঝন ঝনাঝন, পাকা ফোড…

বৃষ্টি পড়ে
-------------
নীলাঞ্জনা
-------------
সকাল থেকেই আকাশ মেঘে গোমড়া ছিল,
হঠাৎ করে দুন্দুভি তার বাজিয়ে দিল,
ঝলক হাওয়া পাকিয়ে বোধহয় উঠল ঝড়ে,
সেই মেয়েটার জন্যে কোথাও বৃষ্টি পড়ে।
পাঁজার বাসন কঁকিয়ে ওঠে ঝন ঝনাঝন,
পাকা ফোড়ার মতই ব্যথা করে টনটন,
ঝুলের সঙ্গে দোলে অভিমান রান্নাঘরে,
সেই মেয়েটার জন্যে এখন বৃষ্টি পড়ে।
মুখের কথা বেরিয়ে গেলে আর ফেরে না,
তারপরে তো চাপান উতোর ধিন্ তেরে না,
দোষ যারই হোক শ্রীরাধিকাই গোঁসা করে,
সেই মেয়েটার জন্যে অঝোর বৃষ্টি পড়ে।
সবার শেষে সন্ধি সত্যি কিম্বা ঝুটো,
জয় গোঁসাই এর ভীষণ ক্লিশে লাইন দুটো,
তাতেই বোকা সব ভুলে খুব আদর করে,
সেই মেয়েটার শরীর জুড়ে বৃষ্টি পড়ে।