Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দেখা হলে সাথে
          — অশোককুমার লাটুয়া

স্মৃতির সাথে স্মৃতির দেখা হলে
বৃষ্টিতে কিংবা দাবানলে
গল্পগুলো কাছে এসে দাঁড়ায়
একের পর এক
কৌতূহলে।

প্রেমের সাথে প্রেমের দেখা হলে
মুখোমুখি বসে চোখে চোখ রেখে
দুপুর গড়িয়ে বিকেলে
শ্বেতপাথরের…


দেখা হলে সাথে
          — অশোককুমার লাটুয়া

স্মৃতির সাথে স্মৃতির দেখা হলে
বৃষ্টিতে কিংবা দাবানলে
গল্পগুলো কাছে এসে দাঁড়ায়
একের পর এক
কৌতূহলে।

প্রেমের সাথে প্রেমের দেখা হলে
মুখোমুখি বসে চোখে চোখ রেখে
দুপুর গড়িয়ে বিকেলে
শ্বেতপাথরের টেবিলে।

স্বপ্নের সাথে স্বপ্নের দেখা হলে 
পাহাড়ি ঝর্ণার জলে
শঙ্খচিল আকাশের নীলে
স্বপ্ন বোনা হয়
স্বপ্নের ফসলে।

মৃত্যুর সাথে মৃত্যুর দেখা হলে
মৃত্যু কি মুখ তুলে
কুশল জিজ্ঞাসা করে
ভালোমানুষের মতো ???

পৃথিবী জুড়ে খেলা করে সবদিকে
আরও বেশি বিপন্ন বিস্ময় !!! 

অশোক  ১৭// ০৭ // ২০২০