♠️ প্রবাহ ♠️
মধুমালা বসু
তোমারি আবাহনী গানে পাতারা উলুধ্বনি
তোলে নির্জন দ্বীপে,
কাঁচপোকা টিপ হয়ে জ্বলে আমার কপালে
আখরের কথামালা মোড়া দামি বেনারসীতে।
সঙ্গীহীনের ব্যর্থ দিন যাপন অসতীর সবুজ
উপত্যকায়,
তবুও চেয়েছি তোমায় আজীবন।
সকল প…
♠️ প্রবাহ ♠️
মধুমালা বসু
তোমারি আবাহনী গানে পাতারা উলুধ্বনি
তোলে নির্জন দ্বীপে,
কাঁচপোকা টিপ হয়ে জ্বলে আমার কপালে
আখরের কথামালা মোড়া দামি বেনারসীতে।
সঙ্গীহীনের ব্যর্থ দিন যাপন অসতীর সবুজ
উপত্যকায়,
তবুও চেয়েছি তোমায় আজীবন।
সকল প্রার্থীর
অবমাননায় কাঁদে বন্ধ্যা ঝিঁঝিঁ পোকার দল ।
ভালোবাসার পাশা পাল্টে দিতে পার তুমি
কারণ এ দান তোমার।
তবু ঈশ্বর জানেন ভালোবাসার দায় ভার কায়িক শ্রমের চেয়ে কম কিছু নয়, ঘেমেনেয়ে একাকার,
নীরব বৃষ্টির ছাট গায়ে লাগে তিলক কামোদ রাগে।
তুমি আসবে, সেই প্রতীক্ষায় অনন্তকাল চেয়ে
থাকি, অভিমানের পুঞ্জীভূত মেঘ খেলা করে আঁখির
চারিধারে।
দামাল তুমি, স্থির নও এক তিলেকের তরে
ছুটোছুটি করে চলে যাও, বাসরের সোহাগ সেরে ।
পড়ে থাকে ধানসরা. লক্ষীর প্রতিমা, ফুলে, ফলে
নৈবেদ্য এ একাকার লালমাটি মেঝে,
কুলুঙ্গী তে জ্বলছে প্রদীপ তেলের আশায়!
কপালের সিঁদুর লেপ্টে আছে তোমার বুকে
হয়ত সেইটুকু সঞ্চয় তোমার,
যা দেবার দিয়েছি তা নিজেকে শূণ্য করে ।
তুলসী তলায় আসি মঙ্গল দ্বীপ জ্বেলে,
যে দূর দিগন্তের ডাকে চলে যায় দূরে
সে কি আর কখনও ফেরে ?