দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা। পর্ব:২৬ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শিরোনাম:ভাত হাবাই দি? কলমে:আবদুল মালেক আঁই দু'দিন অন দেদ্দি তোঁয়ার মুখ ভার, তোঁয়ারে ছাড়া ভাত হেইরি পেট ন ভরে আঁ'র। হন্ডে আঁ'র পরাণ পাখি হডে গেই…
দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা। পর্ব:২৬ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শিরোনাম:ভাত হাবাই দি? কলমে:আবদুল মালেক আঁই দু'দিন অন দেদ্দি তোঁয়ার মুখ ভার, তোঁয়ারে ছাড়া ভাত হেইরি পেট ন ভরে আঁ'র। হন্ডে আঁ'র পরাণ পাখি হডে গেইয়ো তুঁই, তোঁয়াররেই ভাত এন্নি জুরোয় যা'র গুই। কু'রো গুশত গরু গুশত ওয়ারে আছে ভাজি, তুঁই হইলি নিজুর আ'তে হাবাই দিতে রাজি। হত হষ্ট গরগি আঁই ভাত রেন্তু যেই, ফ্রিজুত মেঝি গুশত মাছ হন কিছুই নেই। দৌড়ি যেইরে বড় মিক্কে ওগ্গো কুরো লই, ইউটিবুত ভিডিও চাই ইবে কুট্টি তই।