করোণায় আক্রান্ত তমলুক ব্লকের বিডিও।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের বিডিও করোনা আক্রান্ত। বিডি ওকে নিয়ে যাওয়া হয়েছে চন্ডিপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে গত কয়েকদিন করোনা উপসর্গ থাকায় আইসলেসন এ ছিলেন তিনি। গতকাল র…
করোণায় আক্রান্ত তমলুক ব্লকের বিডিও।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের বিডিও করোনা আক্রান্ত। বিডি ওকে নিয়ে যাওয়া হয়েছে চন্ডিপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে গত কয়েকদিন করোনা উপসর্গ থাকায় আইসলেসন এ ছিলেন তিনি। গতকাল রাতে রিপোর্ট পজিটিভ আসায় তাকে আজ চন্ডিপুর নিয়ে যাওয়া হয়েছে ।
বিডিও অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী পাঁচ দিন বন্ধ থাকবে তমলুক বিডিও অফিস। আজ তমলুক দমকল বাহিনীর তরফ থেকে সানিটাইজ করা তমলুক বিডিও অফিস অফিস চত্বর।
পাশাপাশি শহীদ মাতঙ্গিনী ব্লকের বি এল আর ও র করোণা পজেটিভ ধরা পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রত্যেকদিন করো না পজেটিভ ধরা পড়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসন।