Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

পাগল মেঘেরা*
পুলক বেরা (14/07/20)
ওই পড়ে জল বৃষ্টি বাদল আকাশে মেঘ প্রবল,
ছুটছে কেবল ছুটছে কেবল হাসছে ধরাতল।
চোখ ছলছল পা টলটল ছুটছে মেঘের দল,
ছুটে কিবা ফল জানে সে সকল তাও ছুটেই পাগল।
ওরা ছুটছে মেঘের দল।
ঢাকছে আকাশ তবুও উদাস,
ছুটছ…


পাগল মেঘেরা*
পুলক বেরা (14/07/20)
ওই পড়ে জল বৃষ্টি বাদল আকাশে মেঘ প্রবল,
ছুটছে কেবল ছুটছে কেবল হাসছে ধরাতল।
চোখ ছলছল পা টলটল ছুটছে মেঘের দল,
ছুটে কিবা ফল জানে সে সকল তাও ছুটেই পাগল।
ওরা ছুটছে মেঘের দল।
ঢাকছে আকাশ তবুও উদাস,
ছুটছে মেঘের সঙ্গে বাতাস,
উড়ছে ধুলো, পাতা আর ঘাস, টুটছে মনের বল,
তবুও ছুটছে মেঘের দল।
রোদের সঙ্গে পথে যেই দেখা,
ডেকে বলে তোরা এতই কি বোকা?
এভাবে ছুটলে মরে যাবি পাকা তার চেয়ে ফিরে চল,
কানে দিলো না মেঘের দল।
কোথা যাস তোরা, বললো বিজলী,
কেন বা করিস চেল্লামিল্লি?
যাবি তো শহরে কিম্বা পল্লী পথ দেখাবো কি বল?
তাও শুনলো না মেঘের দল।
গর্জন করে কখনো বা কাঁদে,
কি করে যে যাবে ওই দূরে চাঁদে?
ওখানে চাঁদনি রয়েছে বিপদে ফেলছে চোখের জল,
তাই ছুটছে মেঘের দল।
ডেকে লাভ নেই সকলেই জানে,
মেঘেরা ছুটছে চাঁদনির টানে,
সাগর বলেছে মেঘেদের কানে চাঁদনি জানে না ছল,
ওকে এনে দিবি কিনা বল?
চাঁদনিকে দিয়ে সাগরের বুকে,
মেঘেরা ফেরে পাহাড়ের দিকে,
কিন্তু বৃষ্টি এ সকল দেখে অভিমানে টলটল,
কেঁদে ঝরে গলে জল।
সত্যি মেঘেরাও কি পাগল!
***