Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব -- ১৮
গদ্য কবিতা -- বোধের বাইরে।
কলমে -- শ্যামল ব্যানার্জী।।

আজকাল কেন জানিন প্রায়শই গা গুলিয়ে ওঠে।
বাঘ বন্দী খেলায়, জীবন সীমানা কেমন ছোটো হতে হতে
 কিছু বনিকের হাতে নিঃশব্দে কাঁদে বন্দী দ…

দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব -- ১৮
গদ্য কবিতা -- বোধের বাইরে।
কলমে -- শ্যামল ব্যানার্জী।।

আজকাল কেন জানিন প্রায়শই গা গুলিয়ে ওঠে।
বাঘ বন্দী খেলায়, জীবন সীমানা কেমন ছোটো হতে হতে
 কিছু বনিকের হাতে নিঃশব্দে কাঁদে বন্দী দশায়।
প্রত্যাশায় বিপুল পরাজয়।
এখন সবাই সবার সাথে খেলছে খেলা।
কানাগলির অন্ধকারে সকাল সন্ধ্যে, জীবন হাতড়ে পাহাড় আঁধার,  খোঁজে মুক্তির দিশা।।
খেলাটা আবশ্যিক গণিতের মতো হয়ে গেছে।
খেলতেই হবে, পর্দার আঁড়ালে, আমি তুমি, রাজা উজির সকলেই হাজির।
মানবিক মুখ সব কুয়াশায় ঢাকা, লোমশ হাতের তর্জনী চুপ করে দেয়, শাসনের অছিলায়।
মানুষ তোমার  পছন্দ বলে কিছু কি  আছে?
থাকলে ভুলে যাও। তুমি এখন কর্পোরেট অধীনে চুক্তিপত্রে ছেড়েছো সব অধিকার।।
মানুষ তুমি কি দেখেছো, পশ্চিমের সূর্য লাল গনগনে, তাপিত শহর আজ বড় অগোছালো, বৃষ্টিহীন, পারলে,লাল আগুনে নিজেকে একবার সেঁকে নাও।।
নগ্ন কুৎসিত ফাঙ্গাসের মতন ঢেকোনা হৃদয়, অলম্বুষ জড়বৎ সেজে অসুখ বাড়িও না আর।
এই কানামাছি খেলা এবার বন্ধ করো।