তোমার অপেক্ষায়//দেবাশীষ
------------------------------------------
এক আলোছায়া অন্ধকারে দেখেছিলাম তোমায়
পেয়েছিলাম উষ্ণতার আলস্য পরশ
নীলাম্বরী হয়েছিলে ময়ূরকণ্ঠী শাড়িতে
ফেনিল সমুদ্রের বুক ছুঁয়ে বালিয়াড়ি
ঝিনুক মাড়িয়ে মাড়িয়ে তুমি এলো…
তোমার অপেক্ষায়//দেবাশীষ
------------------------------------------
এক আলোছায়া অন্ধকারে দেখেছিলাম তোমায়
পেয়েছিলাম উষ্ণতার আলস্য পরশ
নীলাম্বরী হয়েছিলে ময়ূরকণ্ঠী শাড়িতে
ফেনিল সমুদ্রের বুক ছুঁয়ে বালিয়াড়ি
ঝিনুক মাড়িয়ে মাড়িয়ে তুমি এলোকেশী চোখের গভীর
স্নিগ্ধতার পরশ ছুঁয়ে পূর্ণিমার চাঁদ তখন ম্লান
হঠাৎ এক ঝোড়ো বাতাস, উন্মুক্ত হয়ে যায়
তোমার শরীরী আঁচল
অভিমানী স্তনযুগল, নির্লিপ্ত হয়ে মুখ পানে চায়,
আকাশ দেখে
কামিত রোমকূপ বয়ে আনে এক নেশাতুর ঘর্মাক্ত সুবাস
সমুদ্র তখনো শব্দে শব্দে ভেঙে দিচ্ছে বালির প্রাচীর
তখনো তুমি নিরুত্তর, নিরুত্তাপ
শুধু ভেঙে যাও বালির সিঁড়ি
আজন্মকাল ধরে শুধু ছুঁয়ে আছো তুমি
আমার স্বপ্নিল সময়ের হাতঘড়ি
সূক্ষ্ম বসনের ভেজা শরীরী আপন স্পন্দন
দূর থেকে দূরে নিয়ে যায় ঢেউ....ভাঙা চাঁদ
আবিষ্ট হয়ে থাকি আন্দোলিত এই প্রেম প্লাবনে
তারাগুলো হাঁসে, মিটিমিটি, সুরেলা এই মিঠি সন্ধায়
আধো ঘুমে জেগে থাকি শুধু তোমায় ভালোবেসে...
ছুঁয়ে যাই অনন্ত মনন আমার
স্বপ্ননীল হয়ে যাই, বসে থাকি শুধু অধীর অপেক্ষায়
**দেবাশীষ**