ইতিহাসের গোপনীয়তা
গৌতম সোম
চলমান রোমাঞ্চের মস্ত আঙিনায়
উপসর্গের আগমনি বার্তা,
হৃদয় পোড়া রঙ্গমঞ্চে
পড়ন্ত বেলায় হাজির ইতিহাসের গোপনীয়তা,
দগ্ধতায়, হিংস্রতায়, খাঁচাবন্দি
বর্ষার …
ইতিহাসের গোপনীয়তা
গৌতম সোম
চলমান রোমাঞ্চের মস্ত আঙিনায়
উপসর্গের আগমনি বার্তা,
হৃদয় পোড়া রঙ্গমঞ্চে
পড়ন্ত বেলায় হাজির ইতিহাসের গোপনীয়তা,
দগ্ধতায়, হিংস্রতায়, খাঁচাবন্দি
বর্ষার স্নিগ্ধ সকাল,
ব্যর্থতার আঘাতে অহংকারী সূর্যাস্তও
যেন নগরীর মৃত কঙ্কাল,
হতাশার দীর্ঘশ্বাসে শিরোনাম প্রত্যাশীর
বিদায় সম্ভাষণ,
মুহূর্তের আত্মচিৎকারে কবরের ঠিকানা
বর্তমানে খ্যাতির মধ্যগগন,
উচ্ছন্ন হাওয়ায় অবসন্ন দেহমন
কালের পরিক্রমায় রঙহীন নির্বাক স্তম্ভ,
ধ্বংসের সম্মুখে
কালজয়ী ব্যস্ত শতাব্দীর
সীমাহীন দম্ভ ll