Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ :::  কবিতা
 শিরোনাম::::: প্রাত্যহিক জীবন ধারাপাত
 কলমে::::: প্রদীপ কুন্ডু
 তারিখ:::: ২০/০৭/২০২০

প্রাত্যহিক জীবন ধারাপাতের
প্রতিদিন চেনা ছকে পুরনো নামতা বলে চলা,
নদীর জোয়ার ভাটার খেলায়
প্রাত্যহিক জীবন প্…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ :::  কবিতা
 শিরোনাম::::: প্রাত্যহিক জীবন ধারাপাত
 কলমে::::: প্রদীপ কুন্ডু
 তারিখ:::: ২০/০৭/২০২০

প্রাত্যহিক জীবন ধারাপাতের
প্রতিদিন চেনা ছকে পুরনো নামতা বলে চলা,
নদীর জোয়ার ভাটার খেলায়
প্রাত্যহিক জীবন প্রতি পদে কেবলই হয় উতলা।

প্রত্যুষের প্রথম আলোয়
পাখির কলকাকলির শব্দে জীবন যুদ্ধের শুরু,
দিনচক্রের আবদ্ধ জীবনে
নতুনের সন্ধানে ঝুঁকি নিতে বুক কাপে দুরু দুরু।

প্রতিদিন রোজনামচার খাতায়
লেখা হয় একই ইতিহাসের গল্প বৃত্তাকার পথে,
কখনো কক্ষপথ চ্যুত হয়ে
জীবন ভারাক্রান্ত হয় ক্লান্ত শরীরে দুঃখের ক্ষতে ।

মেঘ কেটে বৃষ্টিস্নাত আকাশে
কখনো রামধনু আকাশ মাতায় সাত রঙের খেলায়,
রোজনামচার জীবন তখন
একই ডাল ভাত ভুলে বিরিয়ানির সুবাস ছড়ায়।

সমাজের বিভিন্ন স্তরের
রোজনামচার গল্প লেখা হয় বিভিন্ন কালিতে,
কোথাও রঙিন স্বপ্ন
কোথাও অসহায় কাতরানো মরুর তপ্ত বালিতে।

রোজনামচার খাতা ভরে ওঠে
কেন্দ্র থেকে বর্ধিত ব্যাসার্ধে আবর্তন রেখাতে,
সমকেন্দ্রিক বৃত্ত খেলা অবশেষে
একদিন স্তব্ধ হয় জীবনের শেষ পরীক্ষাতে।