Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগঃ-গদ্য কবিতা
শিরোনামঃ-শিকড়ের আর্তনাদ
✍মনোজ ভৌমিক
তারিখঃ- ০২।০৭।২০২০

শিকড়ে শিকড়ে আজ জীবনের আর্তনাদ...
প্রচেষ্টা ওদের খাদ্য অন্বেষণ ,
প্রতিনিয়ত মাটির সাথে চলে দ্বন্দ্ব।
কেউ কি শোনে ওদের সংঘর্ষের কলরব!
শিকড় ত…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগঃ-গদ্য কবিতা
শিরোনামঃ-শিকড়ের আর্তনাদ
✍মনোজ ভৌমিক
তারিখঃ- ০২।০৭।২০২০

শিকড়ে শিকড়ে আজ জীবনের আর্তনাদ...
প্রচেষ্টা ওদের খাদ্য অন্বেষণ ,
প্রতিনিয়ত মাটির সাথে চলে দ্বন্দ্ব।
কেউ কি শোনে ওদের সংঘর্ষের কলরব!
শিকড় তো বোঝেনা ফল ও ফুলের মিষ্টতা ও সুগন্ধ! 
বৃক্ষের সমৃদ্ধিতে আত্মনিমগ্ন প্রতিনিয়ত।
পুষ্প পল্লব সুশোভিত তরুলতা
বিঘ্নিত সময়ে হিসেব করে ওরা শ্রমের মূল্যায়ন!
কুটিল আবর্তে আবর্তিত হয় পরিযায়ী কথা।
যদিও অচ্ছেদ্য অংশ ওরা ঐ বৃক্ষ তরুরাজির
তবুও সমৃদ্ধির অতলান্তে হারিয়ে যায় অমূল্য রতনেরা!
মাটির গভীরে লুকিয়ে রয় সৃষ্টি সংঘর্ষের ইতিহাস
সময় ভুলে যায়...সৃষ্টির আদিকথা,
তাই বুঝি পঙ্গপাল ধেয়ে আসে হেথা!