Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
 "দেবদাস"এর প্রতি
মালা সেন দে
২।৭।২০২০

তোমার স্মৃতি ঝলমল করে আমার হৃদয় গভীরে,
কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে --
তোমাদের ভালবাসার কাহিনী পড়েছি কতবার l
পার্বতীর কিশোরী মনটা নাড়া দিয়েছিলো
দেবদার প্রতি,





দৈনিক সেরা কলম সম্মাননা
 "দেবদাস"এর প্রতি
মালা সেন দে
২।৭।২০২০

তোমার স্মৃতি ঝলমল করে আমার হৃদয় গভীরে,
কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে --
তোমাদের ভালবাসার কাহিনী পড়েছি কতবার l
পার্বতীর কিশোরী মনটা নাড়া দিয়েছিলো
দেবদার প্রতি,
দেবদার কঠোর মন ভালবাসায় হয়েছে কঠোরতর।
দিয়েছে আঘাত ছোট্ট মনটাকে --
দেবদার কঠিন মনের গভীরে ভালবাসার ব্যাকুলতা,
পায়নি নাগাল পার্বতীর কিশোরী মনে l
দিনের পর দিন কেটেছে,

তবু পার্বতী পায়নি দেবদার দেখা
নিজের খুশি বিলিয়ে দিয়েছে
তার খুশির দিকে চেয়ে l
ধরা দিয়েও দেয়নি ধরা --
দেবদার অস্থির মন পায়নি পার্বতীর মনের ছোঁয়া
মনের আগল ভেঙ্গে হোল না
পার্বতীর মনের কথা বলা --
চলে গেল দূর থেকে বহুদূরে
ভালবাসার মানুষকে ফেলে l
দেবদার ভালবাসার নিদর্শন নিয়ে গেছে
তার সুন্দর মুখের পরে l
দেবদা কোথায় হারিয়ে গেল চাপা ভালবাসা নিয়ে -
বহুদিনের অদর্শনে দিলে দেখা
তুমি জীবনে নয় মরণে l
কাছে এলে তোমার নীরব হৃদয় নিয়ে ---

আচ্ছা শরৎবাবু ,আপনার এই উপন্যাস কালজয়ী -
কত মানুষ কেঁদে ভাসিয়েছে
দেব পার্বতীর ভালবাসায় l
ভালবাসায় এত দুঃখ ,শুধু কি তা কাঁদায় ?
নাকি জীবনের ভাঙ্গা গড়ায়
ভালবাসার আগুনে পুড়িয়ে
দুটি হৃদয়কে এক করে ----
জীবন যা পারলনা দিতে পার্বতীকে
দেবদা দিয়ে গেল তা মরণে
পার্বতীর ভালবাসার বন্ধনে ধরা দিয়ে ---
জীবন ও মরণের মাঝে ভালবাসার প্রদীপ জ্বালিয়ে l
-