কবিতা
29/7/2020
*দুঃখ তুমি ভয় পেয়ো না*
অসীম দাস
দুঃখগুলো ইতস্ততঃ
বৃষ্টি ভেজা চড়ুইপাখি ,
জানলা গলে সুরুৎ ডানায়
কখন এলে ? খুঁজছি তোমায় ,
চিনতে আমায় পারছো না কি ?
আমি কিন্তু ঠিক চিনেছি
--আ মরে যাই !
হিম লেগে যে সর্দি হবে ,
…
কবিতা
29/7/2020
*দুঃখ তুমি ভয় পেয়ো না*
অসীম দাস
দুঃখগুলো ইতস্ততঃ
বৃষ্টি ভেজা চড়ুইপাখি ,
জানলা গলে সুরুৎ ডানায়
কখন এলে ? খুঁজছি তোমায় ,
চিনতে আমায় পারছো না কি ?
আমি কিন্তু ঠিক চিনেছি
--আ মরে যাই !
হিম লেগে যে সর্দি হবে ,
ঝরছে শ্রাবণ অঝোর ধারায় ।
গামছা দিয়ে গা মুছিয়ে
দিচ্ছি পেতে আরামচেয়ার ,
ভার এলিয়ে লক্ষ্মী সোনা
চুপটি করে চোখটা বোজো ।
পালিয়ে যাবার ফন্দি ফিকির
থাকলে গোঁজো , বুক পেতেছি !
বন্ধ করে দিচ্ছি আলো ,
ভয় পেয়ো না !
অন্ধকারে ফুরুৎ করে
আর যেও না ,
দুঃখ তুমি আর দিও না !
শপথবাক্য পাঠ করালে ,
আমৃত্যুকাল সঙ্গী হবো
দুঃখ তুমি ভয় পেয়ো না !