Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

তোমাদের হাতে দিলাম তুলে
          — অশোককুমার লাটুয়া

আমার ভালোবাসার পৃথিবীতে
একলা থাকার ঘর নেই।
যেখানে রাতে অন্ধকারে
হাজার জোনাকি জ্বলে
যেখানে হাজার পাখি গান গায় সকালে
আমার সেই ভালোবাসার পৃথিবী
তোমাদের হাতে দিলাম তুলে।
যদি ভালোব…


তোমাদের হাতে দিলাম তুলে
          — অশোককুমার লাটুয়া

আমার ভালোবাসার পৃথিবীতে
একলা থাকার ঘর নেই।
যেখানে রাতে অন্ধকারে
হাজার জোনাকি জ্বলে
যেখানে হাজার পাখি গান গায় সকালে
আমার সেই ভালোবাসার পৃথিবী
তোমাদের হাতে দিলাম তুলে।
যদি ভালোবাসো
কোনো কাজে লাগবোনা জেনে
ফেলে রেখো অনাদরে আবডালে।
যদি না ভালোবাসো
ফেলে দিও যত নদী আছে সব জলে।
ধুইয়ে দেবো তোমাদের
পেতে রাখা পায়ের গোড়ালি।
আমার ভালোবাসার পৃথিবী
তোমাদের হাতে দিলাম তুলে
আজ যখন এসেছে গোধূলি।

অশোক  ২৫ // ০৬ // ২০২০