#দৈনিক সেরা #কলম #সম্মাননা প্রতিযোগিতা
#পর্ব ২৫
#অনুভূতি
#সংগীতা ভদ্র কর্মকার
১৮/৭/২০২০
🌷🌷🌷🌷🌷🌷
তুমি ছিলে তাই হয়তো আজও
স্বপ্ন ভালোবাসা বন্ধুত্ব
সবের মাঝে আমার বেঁচে থাকাকে..
হয়তো বাঁচাতে পারলাম ত্রই মাত্র,
কিন্তু তবুও কেন জ…
#দৈনিক সেরা #কলম #সম্মাননা প্রতিযোগিতা
#পর্ব ২৫
#অনুভূতি
#সংগীতা ভদ্র কর্মকার
১৮/৭/২০২০
🌷🌷🌷🌷🌷🌷
তুমি ছিলে তাই হয়তো আজও
স্বপ্ন ভালোবাসা বন্ধুত্ব
সবের মাঝে আমার বেঁচে থাকাকে..
হয়তো বাঁচাতে পারলাম ত্রই মাত্র,
কিন্তু তবুও কেন জানিনা আজও আমি ব্যর্থ ।
তুমি ছিলে তাই হয়তো আজও
হাজার তারার মধ্যেও চিনতে পেরেছি আমার সেই হারানো আপনজন কিন্তু তবুও একটা অচেনা
অজানা ছায়া, কোথাও যেন লক্ষ্যভেদ করছে-
অতৃপ্ত আত্মার পিছুটানের ছোবল...বারবার
তুমি ছিলে তাই হয়তো সেদিনের
পরিণীতা তোমার "আমি" একা থাকতে
হয়নি ...নিষ্প্রাণ সম্পর্কের
তকমাটুকু লেগেছিল ...রোশনির মাঝে
হাজার সুগন্ধি ফুলের মালাই শুধু ।
তুমি ছিলে তাই হয়তো আজও
প্রেম থাকলেও প্রেমিকা হয়ে ওঠা..
ভালোলাগাটা হয়তো নিচ্ছকই ভালোলাগা
"ভালোবাসা" উপলব্ধির সময় পেল না সে..
জীবনের রঙ্গমঞ্চে ..অভিনীত নাম তখন;
তাই আজও মুখোশের আড়ালে মানুষের
সংজ্ঞাটা খুবই গোলমেলে এখন ....
সেই অসাধারণ ক্ষমতায় দক্ষতা অর্জন
করতে করতে হোঁচট দুয়ারে - তাই
প্রাণের অনুভূতিটাই হারাল..বেশ
তবুও আজও শুধু তুমিই আছো সঙ্গী ।
🥀🥀🥀🥀