Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-২৫
শিরোনাম- অভাগীর স্বপন
কলমে- পিউ ঘোষ
১৮/০৭/২০২০

সি শত্তুর মুকে ছাই দিঁয়ে মাইধ্যমিকে পরথম,
বাপের ঘরের চাল ফুটা, তার গা গতর উদম।
লিজের পায়ে খাড়াবে বইলে দিলেক দমে হাঁটা,
পথের মাঝেই পইরে…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-২৫
শিরোনাম- অভাগীর স্বপন
কলমে- পিউ ঘোষ
১৮/০৭/২০২০

সি শত্তুর মুকে ছাই দিঁয়ে মাইধ্যমিকে পরথম,
বাপের ঘরের চাল ফুটা, তার গা গতর উদম।
লিজের পায়ে খাড়াবে বইলে দিলেক দমে হাঁটা,
পথের মাঝেই পইরে ছিলক হাজার খানেক কাঁটা।
সেঁদিয়ে গেয়ে পায়ের মধ্যি দিখাই দিলক লরক,
কত স্বপন লিয়ে মাড়াই ছিলক শোহরের সড়ক।
বুকের স্বপন ভেইসে গেলক চোখ্যের লোনা জলে,
অভাগীর স্বপন হারাঞ গেলক শোহরের কোলাহলে।
গরল টোপে দিলেক পা, সি ট মনিষ ধরার ফাঁদ,
তখুন সি জানেকই লাই বাঁইচ্যা থাকার কী স্বাদ।
সিই চক্র ভাঙ্গে ফেরত আসার ক্ষেমতা ট লাই,
লিজের মানষে দিলেক তার বাড়া ভাতে ছাই।
গাচের আগায় উঠাঞ দিয়া কইড়া লিলেক মই,
জোর করে দিলেক সি জন তার পাকা ধানে মই।
দিশে আইন আঞ্ছে,পুলিশ আঞ্ছে,তাতে কালো হাতের দখল,
সব আঞ্ছে চিকন চাকন পারা তবুও লাই ধম্মের কল।
ভালোই ছিলক,গিরামের বনে কুড়ায় কেন্দু পাতা, শাল পাতা,
আঁন্ধার ঘর,লদীর জলে সিনান,মাটির পরে ঠেকাই মাতা।
পরবে ধামসা মাদলের তালে তালে কমর ধইরা লাচ,গান,
শিক্ষার আলো পাঁয়েও ডুইব্যে গেলক সোনাগাছিতে চান।।