Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ-- অণু গল্প/ তারিখ 11-07-2020
অণু গল্প--" বৃষ্টি "
কবি- উৎপল বাগ ( পিনুদা) হাওড়া

একটা চা হবে পাঁচুদা ,
পাঁচুদা চোখ তুলে তাকায় ---- আরে এ
কি অবস্থা তোমার , থামো থামো একটা
গামছা দিচ্ছি মাথাটা মুছে নাও ।
আরে না না ও …


বিভাগ-- অণু গল্প/ তারিখ 11-07-2020
অণু গল্প--" বৃষ্টি "
কবি- উৎপল বাগ ( পিনুদা) হাওড়া

একটা চা হবে পাঁচুদা ,
পাঁচুদা চোখ তুলে তাকায় ---- আরে এ
কি অবস্থা তোমার , থামো থামো একটা
গামছা দিচ্ছি মাথাটা মুছে নাও ।
আরে না না ও সব লাগবে না , গরম গরম
তোমার আদা দেওয়া এক কাপ চা দাও
ওতেই হবে ।
তখন মাথা থেকে জল গড়িয়ে পড়ছে ,
কালো জিন্সের সাথে সাদা পাঞ্জাবিটা
ভিজে জড়িয়ে গেছে শরীরের সাথে ।

তেইশের কাব্যিক বেশ , ভিজে যাওয়া
বুকের ভিতর থেকে বেরিয়ে আসছে
যৌবনের গন্ধ আবেশ ।
আষাঢ় মেঘের বৃষ্টিতে ইউনিভার্সিটি থেকে
ফেরার পথে ফেরি ঘাটে ভিজে গিয়ে
পাঁচুদার চায়ের দোকানে অবিনাশ ।

চায়ের ভাঁড়টা ডাস্টবিনে রেখে একটা
সিগারেট ধরায় অবিনাশ ।
হঠাৎ যেন মেঘ ঠেলে বজ্রপাত , অবিনাশদা
একি অবস্থা হয়েছে তোমার , একেবারে
কাক ভেজা !
ফিরে তাকায় অবিনাশ -- দেখে বৃষ্টি !
আরে এ তো তোরই অনাসৃষ্টি--' বলে
হেসে ওঠে অবিনাশ ।
তাহলে চলে এসো আমার ছাতায় , আরও
একটু ভিজি ---
ততক্ষণে অবিনাশের পাঞ্জাবিটা অনেকটাই
শুকিয়ে গেছে ।
বৃষ্টির দিকে যেতে যেতে হেঁড়ে গলায় গেয়ে
উঠলো অবিনাশ-----
" বাদল দিনেরও প্রথম কদম ফুল
করেছ দান ,
আমি দিতে এসেছি শ্রাবণের গান ।। "

এই হচ্ছেটা কি ! লোকে কি বলবে ।

" যা খুশি ওরা বলে বলুক---- ওদের কথায়
কি আসে যায় "
দেখাচ্ছি মজা--- এই বলে বুকের সামনে
পাঞ্জাবিটা টেনে ধরে বৃষ্টি ।
নদীর বুকে জোয়ার , সঙ্গে হালকা বাতাসের
সাথে বৃষ্টির শরীরের মেয়ে মেয়ে গন্ধটায় মাতাল
করে আষাঢ় ।
হা হা হা-- হেসে ওঠে অবিনাশ ।

আজও ছিলো মধ্য আষাঢ় , আকাশ ভরা
মেঘ , তবে নেই ফেরি ঘাটের সেই পরিবেশ ,
গোধূলি বেলার অবিনাশ , মনে মনে শুধু ভাবে রিটায়ার্ডমেন্টটা পেলে বাঁচে , শরীর আর
টানতে পারে না অফিসের চাপ , তবু যে ভাবেই
হোক শেষ করতে হবে এটাই বাস্তব ।
বিকেলে টোটো করে ফেরার পথে মুষলধারে
বৃষ্টি , হ্যাঁ ভিজে গেছে সারা শরীর , তারি
মাঝে মনে হলো সেই কন্ঠস্বর ----
" এই হচ্ছে টা কি ! লোকে কি বলবে । "

তাকিয়ে দেখে বুকের কাছে টি শার্টের
সামনেটা , গন্ধ নেবার চেষ্টা করে ;
তারপর ,
হা হা হা --- হেসে ওঠে অবিনাশ ।
ততক্ষণে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেছে
টোটোর ছেলেটি নাম বাপি । বলতে কিছু
পারেনি , তবে হাবে ভাবে বুঝিয়ে দেয় বয়সের
ভারে মনিবের মাথাটা গেছে আর কি ।

" আজ এনে দিলে , হয়তো দিবে না কাল ----
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল । "

অণু গল্প-- " বৃষ্টি "
@উৎপল বাগ (পিনুদা) হাওড়া ।