Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখক ও সাংবাদিক তরুণ চট্টোপাধ্যায়ের কবিতার ডালি

পাগলি  23
তরুন চট্টোপাধ্যায় ।
*************

এই মেয়েটা সঙ্গে যাবি
আমার সঙ্গে মেঘের দেশে
লাল পরী আর নীল পরীদের
দেখিয়ে দেব অক্লেশে।

বলে সবাই ওদের নাকি
রুপ যৌবন দেখার মতো
ওরা কি জানে পাগলি আমার
কালো হলেও সোনার হরিন।

আকাশি রঙের নীল শ…


পাগলি  23
তরুন চট্টোপাধ্যায় ।
*************

এই মেয়েটা সঙ্গে যাবি
আমার সঙ্গে মেঘের দেশে
লাল পরী আর নীল পরীদের
দেখিয়ে দেব অক্লেশে।

বলে সবাই ওদের নাকি
রুপ যৌবন দেখার মতো
ওরা কি জানে পাগলি আমার
কালো হলেও সোনার হরিন।

আকাশি রঙের নীল শাড়িটি
পাড়ে ছিল কিছু জোনাকি
ওটাই পড়িস যাত্রা কালে
সঙ্গে রাখিস ঝিনুক নুড়ি।

ভাসতে ভাসতে মেঘের কোলে
সফেদ সাদা রকমারি
ইচ্ছে যে তোর যাওয়া আসা
জানিস তো আমি সেই আনাড়ি।

হারিয়ে গেলেও মেঘের দেশে
নেই হারানোর ভয়ের কথা
সব কিছুকেই দেয় ফিরিয়ে
মেঘ কখনোই থাকে না একা।

বৃষ্টি এলে সামলে রাখিস
নতুবা তো সেই ফিরে আসা
এই পৃথিবীর কোনে কোনে
বৃথাই তখন আমায় খোঁজা।

মেঘের দেশে একটি ছোট
গড়বো আমরা বসত বাড়ি
পাগলি তুই ঘর গোছাবি
আমি নামাব ভাতের হাঁড়ি।
..........................................

রোজ নামচা।

তরুন চট্টোপাধ্যায় ।
****************

যে মহিলার সঙ্গে আমি থাকি এক বিছানায়
মুখ রাখি একে উল্টো দিকে
সে যখন কামড়ায় আঁচড়ায় কেটে চৌচির
নিঃশব্দে ফিরে যাই আমার গভীরে
অমাবস্যার কলা ভরা চাঁদ
লুঠোপুটি খায় আমার বিছানায় ।

বেরিয়ে পড়ি যে দিকে দু চোখ যায়
বসি গিয়ে সুন্দরী গড়ন কোন মহিলার চা দোকানে
আর ফালা ফালা করি ওর অনন্তর যৌবন
ভাবনার বিছানায় আলো করা পূর্ণিমা চাঁদ
লুঠোপুটি করে যায় সমস্ত রাত ভোর
ওর স্বামী মদ্যপ ফিরে থাকে অন্য দিকে।

আবার তো ঘরে ফেরা দিনান্তে কুটিরে
চা জলখাবার রাতের রুটি তরকারি
ঘেমো গায়ের ঘাম ঝরানো গন্ধ
সঙ্গে কোথায় ভালবাসার দ্রবন,
রাতে গা ধোবার পর হাল্কা সাজে বিছানায়
ইচ্ছে করে ,আগের কাটা দাগ মুছে যায় ।
........................................................

লাশ ।
তরুন চট্টোপাধ্যায় ।
******************

শূন্য থেকে শুরু যে জীবন
এক নয় দুই নয়
হাতে নেই কিছু ধরা
জলপ্রপাতের বৃষ্টি ছাড়া ।

কেউ কঠিন কেউ তরল
হতে পারে যার যা
দস্তুর বিক্রি হয় হাটে
পঞ্চনদী ভো কাট্টা ।

আত্মহারা হারানোর গ্লানি
চুষে খায় বেকার যুবক
চোখ বন্ধ কাঠঠোকরার
খটখট শব্দ ভাসে জানি।

দুঃখ ভাসে নদী জলে
পোড়াকাঠ মাঝ বরাবর
সত্য ভাসে নৌকোর গাঙে
ভাটিয়ালি ভেসে যেতে জানে।

একটা জীবন পারাপার
সঞ্চয়ে খরচের ভোজে
কানা নদী জল এসে গেলে
পারানি ভাসাই আজ জলে।

চাপ চাপ রক্ত জমা বুক
শরীরে পাখির চাবুক
দিন গোনা দিগন্ত শেষে
লাশ ভাসে ভোরের আলোতে।

.................................