Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#নতুনত্ব
#শিমলা

অনেকগুলো শ্রাবণ ঝরেছে নির্দ্বিধায়,
জানি, একটিও তোমার অলিন্দে জাগাতে পারেনি উন্মাদনা।
অধিকারের আধিপত্যের খেয়াল আমার কখনোই ছিলোনা,
তাইতো আজ ও নিবেদনের থালায় ফুল, দূর্বা, আর প্রদীপ নিয়ে আরতির আয়োজন চলে,
মনতুষ্ঠির প্…


#নতুনত্ব
#শিমলা

অনেকগুলো শ্রাবণ ঝরেছে নির্দ্বিধায়,
জানি, একটিও তোমার অলিন্দে জাগাতে পারেনি উন্মাদনা।
অধিকারের আধিপত্যের খেয়াল আমার কখনোই ছিলোনা,
তাইতো আজ ও নিবেদনের থালায় ফুল, দূর্বা, আর প্রদীপ নিয়ে আরতির আয়োজন চলে,
মনতুষ্ঠির প্রগলভতা নিতান্তই গৌণ।
শতাব্দীর প্রবাহমানতা অতীতের বাক্সে জমাতে জমাতে এতটুকু উপলব্ধি  করতে পারি,
কোন না কোন দিন প্রয়োজনের ডাকে তার গায়ে বর্তমানের আস্তরণ লাগবে।
তবুও আবেগের সীমানায় পুঁতে রাখা চিহ্নকে টপকানোর আদিখ্যেতা, সময়কে ভীষণভাবে বিদ্ধ করে।
একলা দেখা চোখের উপর অন্য চোখের প্রতিস্থাপন দৃষ্টির ঘরে বিভ্রম যেন,
অনেক কালের একলা আবেগ উড়তে পারেনা স্বছন্দে যখন তখন,
মুখ থুবড়ে পড়তে চায় নিরুৎসাহে।
ভীষণরকম অপারগতায় ধুলো জমা ভালোবাসার অমিমাংসিত সুঁতোয়  এখন সংশোধনের নৌকো ভাসাতে চায় মন,
জানি স্থিরতার বিন্দুতে জমানো যায় জল,
সেখানেই জমিয়ে রাখছি অজস্র শ্রাবণ,
যেদিন তপ্ততার খরা জাগবে ভাসাবো তাতে অস্তগামীতার  সূর্য।
অনাগত স্নিগ্ধতার আশ্বাসে জ্বালাবো  নক্ষত্র  রাশি রাশি,
তার আলোতে জীবনের ক্লান্তির প্রতিটি রেখাকে মুছে দেবো,
জানবো প্রত্যাশিত বেদনারা কখনো কখনো ভীষণরকম উজ্জ্বল হয়,
নিভাবো যায় না সেই আলো,
সেই আলোতেই দেখতে হয় নতুন পথ,নতুন আবেগ।