নিভৃতের সাথী
কলমে: শতমন্যু রায়
10/06/2020
---------–
ফেলে আসা যতো স্মৃতি ফিরে আসে সন্ধ্যায়,
জোনাকীর পিঠে, যখন প্রজাপতি পাখা গোটায়।
চামবাদুড়েরা উল্লাসে ডানা মেলে,মুক্তির আকাশে
অশনিসংকেত নিয়ে তারা, বাতায়নে ফিরে আসে।
নিশিরাত গুলো …
নিভৃতের সাথী
কলমে: শতমন্যু রায়
10/06/2020
---------–
ফেলে আসা যতো স্মৃতি ফিরে আসে সন্ধ্যায়,
জোনাকীর পিঠে, যখন প্রজাপতি পাখা গোটায়।
চামবাদুড়েরা উল্লাসে ডানা মেলে,মুক্তির আকাশে
অশনিসংকেত নিয়ে তারা, বাতায়নে ফিরে আসে।
নিশিরাত গুলো কেটে যায় বসে, লুব্ধক পাণে চেয়ে,
কালপুরুষের প্রহরীর ডরে, কালো ছায়া লুকায় ভয় পেয়ে।