Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিষয় _ নিবন্ধ
নাম _ ভালোবাসার অনুমতি
লেখিকা _ লিপিকা দত্ত সরকার
রচনা কাল _ 17. 6. 2020 ( বুধবার)
তারিখ _ 3. 7. 2020

সৃষ্টির আদিকাল থেকে সকলে আমরা ভালোবাসার পিছনে ছুটে চলেছি। আমরা প্রত্যেকে নিজের জন্য ভালোবাসা পেতে চাই।
আর চাইতে …


বিষয় _ নিবন্ধ
নাম _ ভালোবাসার অনুমতি
লেখিকা _ লিপিকা দত্ত সরকার
রচনা কাল _ 17. 6. 2020 ( বুধবার)
তারিখ _ 3. 7. 2020

সৃষ্টির আদিকাল থেকে সকলে আমরা ভালোবাসার পিছনে ছুটে চলেছি। আমরা প্রত্যেকে নিজের জন্য ভালোবাসা পেতে চাই।
আর চাইতে চাইতে যদি কারো ভাগ্যে সত্যিকারের ভালোবাসা পাওয়ার শিকে ছিঁড়ে যায় তো, সোনায় সোহাগা।

আমরা প্রায় সকলেই বলি, আমি ভালোবাসতাম তাঁকে নিজের জীবনের থেকেও অনেক বেশি। কিন্তু তিনি আমাকে গুরুত্ব দেন না। উপেক্ষা করেন। আমার ভালোবাসার কোন মূল্য নেই তাঁর কাছে। আমার জন্য কোন সময় নেই তাঁর জীবনে। তাই আমার একতরফা ভালোবাসা কতোদিন স্থায়ী হবে বলতে পারো ?

কিন্তু বন্ধু, প্রকৃত নিঃস্বার্থ ভালোবাসার জন্য কারো অনুমতি, গুরুত্ব এসবের প্রকৃত পক্ষে প্রয়োজন আছে কি ? তিনি আমাকে ভালোবাসেন কিনা, সারাজীবন বাসবেন কিনা এসবের কোন সত্যিই মূল্য আছে কি ? প্রকৃত ভালোবাসাতে চাওয়া পাওয়ার হিসাব থাকে কি ?
না গো না, একেবারেই থাকে না।

সূর্য যখন উদিত হন, সেই উদয়মান সূর্যকে দেখে আমাদের মন আনন্দে ভরে ওঠে। খুব ভালোবাসি উদয়মান সূর্যকে। সেজন্য কি কখনো সূর্যদেবের অনুমতি চাই আমরা ? নাকি জানতে চাই সূর্যদেব আমাকে ভালোবাসেন কিনা ?
অস্তাচলগামী সূর্যদেবের ক্ষেত্রেও ঠিক একই কথা।

প্রস্ফুটিত ফুলের দিকে তাকিয়ে - ফুলের সৌরভ হৃদয়ে মেখে নিয়ে ফুলের প্রতি যে ভালোবাসা জাগে আমাদের প্রাণে, আমরা কখনো ফুলের অনুমতি নিয়ে ভবিষ্যতের অঙ্গীকার করিয়ে তবে কি ভালোবাসায় হৃদয়কে ভরিয়ে তুলি ?

পাখির গান - যা আমাদের মনে ভালোবাসার দোলা লাগায়, তখন কি হিসেব নিকেশ করে ভালোবাসি আমরা ? জানতে চাই পাখির মনে আমাদের জন্য ভালোবাসা আছে কি না ?

শিশুদের ভালোবাসার সময় আমরা কোন নিয়ম মেনে কি ভালোবাসার জন্য হৃদয় মেলে ধরি ?

আকাশের বুক চিরে ঝড়ে পড়া বৃষ্টি দেখে, যখন মন  ময়ূরের মত পেখম মেলে আনন্দে নেচে ওঠে, বৃষ্টিকে ভালোবাসতে শুরু করি বিরহী মন নিয়ে, তখন অনুমতির অপেক্ষা করি কি বৃষ্টির ?

ঠিক তেমনি একজন পুরুষ ও একজন নারীর ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তবে অনুমতি- অনুগ্রহ এসব কোন কিছুর পরোয়া না করে এগিয়ে চলে জাগতিক নিয়মে।
যখন মাঝে স্বার্থের হিসেব গুলো এসে যায়, লোভ ঈর্ষা বাসা বাঁধে, তখন যতো গণ্ডগোল দেখা দেয়।

আমার প্রিয়তম/প্রিয়তমা নাই বা ভালোবাসুক আমাকে, আমার ভালোবাসাতে তো বাধা দিতে পারবে না কেউ।
কারণ ভালোবাসা হৃদয়ের। জগতের অমূল্য সম্পদ। বাইরে থেকে কোন আইন- নিয়ম - বাধা- কোন কিছু হৃদয়ের পাগল করা স্বচ্ছন্দ গতিকে আটকে রাখতে পারে না। আজীবন থাকে অন্তরে।

এই বিশ্বচরাচরে বিশ্ব প্রকৃতি কখনো ভালোবাসার সময় হিসেব কষে না। সৃষ্টিকর্তা তাঁর প্রতিটি সৃষ্টিকে ভালোবাসেন। সেই অমৃতময় ভালোবাসা কতটুকু কে নিজে গ্রহণ করতে পারবে- রক্ষা করতে পারবে, সেটা সম্পূর্ণ তাৱ নিজের পবিত্র অন্তরের দক্ষতার উপর নির্ভর করে।
তবে আমরা সামান্য মানুষ এসব নিয়ে মাথা ঘামাবো কেন?
ভালোবাসবো আমরা হৃদয় উজার করে,
ক্ষুদ্র স্বার্থের পরোয়া না করে

বাকি সব ভার সেই সর্বশক্তিমানের.........

*** শান্তির সাথে সুস্থ থেকো বন্ধু।